আল্টিমেটাম দিচ্ছি তোকে,
এবার যদি না মানিস,
নিশ্চিত এই পল্টি দিবো,
থাকবো না যে তোর জানিস।
সাজাই কত মনের ডালা,
র্যাপিং করা কতই গিফট,
জলের মত ঢালছি টাকা,
পাইনা তবু একটু লিফট!
তলায় যদি থাকিই পড়ে,
অবস্থানের লিফট না হয়,
বন্ধ হবে সকল চাঁদা,
নাই হারানো কিছুর ভয়!
সবাই কত উঠলো উপর,
আমরা তলে রই পড়ে,
গিফট কি মোরা কম দিয়েছি,
শান বাধানো তোর ঘরে?
আমার দানেই সব সাজানো,
চোখ ধাঁধানো রূপ গাড়ি,
চাইলে কৃপা বিরস বদন,
টাকার প্রেমিক দরকারী!
ভালবাসা শুধুই যে দেয়,
চলবে না আর ঐ চাপা,
উচ্চে নিয়ে ভোগ না দিলে,
দিলাম তোরে এই টা টা।
===
প্রাসঙ্গিক লিংক: আল্টিমেটাম......... -- ছবি-Chhobi আপু।