Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

দরখাস্ত

$
0
0

বরাবর
মাননীয় ফেসবুক ইউজার
বিষয়ঃ একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য অনুরোধ পত্র ।
জনাব/জনাবা,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, বেশ কিছুদিন যাবত খুবই সুক্ষতা এবং ধৈর্য্যের সহিত আমি লক্ষ করছি যে ফেসবুকে বেশী ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে কিছুদিনের জন্য রিকোয়েস্ট পাঠানো থেকে ব্লক করে অথবা আপনার প্রিয় সাধেরআইডিটা টেমপরালি লক করে দেয় এবং আইডি আইডেনটিফাই করতে বলে।ফটো ভেরিফিকেশনের মাধ্যমে আইডি ফিরে পাওয়া সহজ কাজ নয় যদিও আমি আমার আইডিটা দুইবার ফটো ভেরিফিকেশন করে খুলেছি।লক্ষ্য করুন কেন আপনার আইডি লক হয়ে যায়___
*আপনি যাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন সে যদি Not Now ক্লিক করে আপনাকে তার Follower বানিয়ে রাখে।
(কারনঃ এতে ফেসবুক Privacy বোঝে যে আপনি তাকে না চিনেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন।আর ফেসবুক কখনোই অপরিচিতদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোকে সমর্থন করে না।এভাবে কয়েকজনের কাছ থেকে Not now পেলে ফেসবুক আপনার আইডির 11:59বাজাতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।)
*আপনার ফেসবুক প্রোফাইল পিকচার অথবা আপলোডকৃত ফটোর মধ্যে অবশ্যই শালীনতা বজায় রাখবেন।
(কারণঃ ফেসবুকে আপনি কাউকে না চিনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন।কৌতুহ লবশত অবশ্যই সে আপনার প্রোফাইল একবারের জন্য হলেও ঘুরে আসবে...গুটি কয়েক চটি ও 18+ পেজের লাইকার ছাড়া আপনার রিকোয়েস্ট কেউ এক্সেপ্ট করবেনাএ কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি)
*আপনি কাউকে রিকোয়েস্ট পাঠালেন কিন্তু আপনাকে সে ব্লক মারল।অতঃপর আর গোটা কয়েক ব্লক খেলেই আপনার আইডি লক হবে এটা হলফ করে বলতে পারি।
আপনি যতই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান না কেন ফেসবুক Privacy System আপনার প্রতি ফিরেও তাকাবেনা।চলুন দেখে নেই কীভাবে সেটা সম্ভব___
*আপনি যাকে রিকোয়েস্ট পাঠাবেন তাকে বুকমার্ক এ সেভ করে রাখুন।কয়েক ঘন্টা পর পর তার প্রোফাইলে যাবেন এবং টাইমলাইন চেক করে দেখবেন যে তিনি অনলাইনে আছেন কিনা।যদি দেখেন অনলাইন এ আছে কিন্তু রিকোয়েস্ট এক্সেপ্ট করছেনা তবে Cancel friend request এ ক্লিক করে চলে আসবেন ॥
*প্রতিদিন সর্বোচ্চ ৫ জনকে রিকোয়েস্টপাঠিয়ে তাদেরকে গোয়েন্দা নজরদাড়িতে রাখবেন।৫টি ফ্রেন্ড রিকোয়েস্ট এক্সেপ্ট করার পরেই নতুন করে রিকোয়েস্ট পাঠাবেন।
*যারা পেইজের পোস্টে লাইক কমেন্ট করেতাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন কারনতারা অনলাইনে থাকেন প্রায় সবসময় এবং এক্ষেত্রে রিকোয়েস্ট এক্সেপ্ট করার সম্ভাবনা থাকে 99.99%
আর আমাকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আর আমি যদি অনলাইনে থাকি তবে অবশ্যই আপনার রিকোয়েস্ট সাদরে গৃহীত হবে।কিন্তু...যা রা আল্লাহু এক এবং আল্লাহু সর্বশক্তিমান এই কথা দুইটির উপর কোন সন্দেহ প্রকাশ করেন না কেবল তারাই রিকোয়েস্ট পাঠাবেন আর নয় তো মাফচাই ভাই।
♥ Allah is One & Allah is Allmighty ♥


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>