দিনের পর দিন সময় কাটিয়েছি
ওদের সাথে
হাসি আনন্দ ঝগড়ায় সময় পার,
সকাল সাজে আর প্রাতে।
রাত জুড়ে তাস অথবা
খেলা হতো ক্যারাম
রাত জাগা পাখিদের
হলো বুঝি ঘুমহীন ব্যারাম।
মাঝ রাতে মায়ের বকুনিতে
যেতাম কিছুটা চুপষে
যেই সেই বকুনি তো নয়
চেঁচামেঁচিটা হতোও জোরসে।
হারজিৎ রেখে কি
আসতো কারো ঘুম?
ভান ধরে পরে থাকা
নিরবাচ্ছন্ন পুরো রুম।
মায়ের ঘুমটা আসতে
হতো না দেরী
ঝটপট সকলে একসাথে
উঠে পরতাম ঘুমকে মেরে তুড়ি।
আহা কত রাত একসাথে
কাটিয়েছি মিলেমিশে
একাকি আজ ফিরে যাই সেই দিনে,
ছুঁতে না পেরে বার বার হারাই দিশে।
হারালো বুঝি আমার সব,
দিন যা ছিল স্বর্ণালী
জীবন ছিল রঙে রঙে রাঙানো
রঙধনুর বর্ণে বর্ণালী।
স্মৃতির টানে বারে বার
নেত্রকোণে বারি উছলায়
আঁধারে যেনো অজান্তেই
পরে যাই পা পিছলায়।
কে যে আছে আজ কোনখানে
খবর হয় না নেয়া আর
কেমন কাটে কার সময়
ব্যস্ততায় সময় বুঝি হয় পার।
আজ একসাথে থেকেও হয় না
কাউকে যে চেনা,
চেনা মুখগুলো দুরে সরে
হলো ধীরে ধীরে অচেনা।
============
ছবি নেট কালেকশন..........