এই কবিতা (নাকি ছড়া!!) যখনই পড়ি খুব হাই আসে, কারো কারও কথা মনে পড়ে............ Image may be NSFW.
Clik here to view. Image may be NSFW.
Clik here to view.
মনে হয় সবাই পড়েছেন তাও দিলাম
ঠিক আছে
– সুকুমার বড়ুয়াঅসময়ে মেহমান
ঘরে ঢুকে বসে যান
বোঝালাম ঝামেলার
যতগুলো দিক আছে
তিনি হেসে বললেন
ঠিক আছে ঠিক আছে ।
রেশনের পচা চাল
টলটলে বাসি ডাল
থালাটাও ভাঙা-চোরা
বাটিটাও লিক আছে
খেতে বসে জানালেন
ঠিক আছে ঠিক আছে ।
মেঘ দেখে মেহমান
চাইলেন ছাতাখান
দেখালাম ছাতাটার
শুধু কটা শিক আছে
তবু তিনি বললেন
ঠিক আছে ঠিক আছে ।