Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

মিরপুরে পোশাক কারখানায় আগুন, নিহত ৮

তাজরিন, সাভার ট্রেজেটির ক্ষত না শুকাতেই আবার পোশাক কারখানায় আগুন !!

রহস্য কি ?তাজ্জব! রাত ১১ টায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক , নেতা সহ বনধ কারখানায় ওরা কি করছিল?  আর১০ কোটি টাকা এলো কোথা থেকে?

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল এলাকায় তুংহাই সোয়েটার তৈরির কারখানায় আগুন লেগে ৮ জনের প্রাণহাণির ঘটনা ঘটেছে। গতরাত ১১টায় এ আগুন লাগে। নিহতরা হলেন- বিজিএমইএ�র পরিচালক ও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ, কুমিল্লা জেলা উত্তর যুবলীগের সভাপতি ও এমডির ঘনিষ্ঠ বন্ধু সোহেল মোস্তফা স্বপন ও এমডির আরেক বন্ধু এমাদুর রহমান বাদল, সৈয়দ নাসিম রেজা ও ডিআইজির দেহরক্ষী রিপন এবং তুংহাইয়ের কর্মকর্তা আসাদ ও অফিস সহকারী সাহাবুদ্দিন।
জানা গেছে, ওই কারখানায় রাতে কোন কর্মচারি ছিল না। ভবনের ১০ম তলায় এমডিসহ ৭ জন মিটিং করছিলেন। কারাখানায় আগুনের অতিরিক্ত ধোঁয়ায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ছয় জনের মৃত্যু হয়। কারখানার ভেতরের সিঁড়ি থেকে দুজনকে মৃত উদ্ধার করা হয়। ডিআইজি মঞ্জুর মোর্শেদের মরদেহ গুলশানে তার বাড়িতে নেয়া হয়েছে। মাহবুবুর রহমানের মরদেহ এ্যাপোলো হাসপাতালে রয়েছে। অন্য ৬ জনের মধ্যে একজন ছাড়া বাকীদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দমকল বাহিনী প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুত্র


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>