একটা/কিছু ভাইরাস নিয়ে খুব বিপদে আছি গত কয়েক মাস ধরে। কি করবো কিছুই বুঝতে পারছি না।
ব্যাপারটা খুলেই বলি...
মাসখানেক আগে এক ফ্রেন্ডের কম্পিউটার থেকে কিছু ফাইল এনেছিলাম ৮ গিগা পেনড্রাইভে করে। তখনই ভাইরাসটা ঢুকে পড়ে। যতদূর মনে হয় ভাইরাস একটি। কিন্তু সাধারনত দৃষ্টিতে দেখা যায় ৫টি কিংবা ৬টি। ভাইরাসটা এমন-
RECYCLER (পেনড্রাইভ ফরমেট দেবার পরেও এই ফোল্ডার টা থাকে এবং কয়েক কিলোবাইট থেকে এটার সাইজ মিনিটখানেকের মধ্যেই বাড়তে বাড়তে ২০ মেগাও ছাড়িয়ে যায়)
Copy of shortcut (01)
Copy of shortcut (02)
Copy of shortcut (03)
Copy of shortcut (04)
Autorun.exe
এখন ফাইলগুলো ডিলেট করে দিলে চলে যায়, এবং কয়েক সেকেন্ড পরেই আবার চলে আসে।
আমি সাধারনত অ্যান্টিভাইরাস ব্যবহার করি না। এই ভাইরাসটা তেমন কোনো ক্ষতিও করছিলো না। কিছুদিন আগে থেকেই টের পাচ্ছি বিভিন্ন ধরনের অঘটন। আমার দশ-বারোটার মত ভিডিও ফাইল কোনো প্লেয়ারেই প্লে হয় না। মিডিয়া প্লেয়ার ক্লাসিক বলে ফাইল নট ফাউন্ড, কেএম প্লেয়ার বলে ফাইল ডাজনট এক্সিস্ট (আপডেট কোডেকস), ভিএলসি প্লেয়ারও চালাতে পারেনা। আবার আজকে হঠাৎ করেই ইনস্টল করা সফটওয়্যার গুলো কাজ করছে না। যেমন নিরো বা ফায়ারফক্সের শর্টকাট আইকনে ক্লিক করলে বলে
Windows cannot access the specified device, path, or file. You may not have the appropriate permissions to access the item.
ফায়ারফক্স নতুন করে ইনস্টল দিয়েছিলাম। ঘন্টাখানেক পরে দেখি ফায়ারফক্স আবার কাজ করা বন্ধ করে দিয়েছে। শর্টকাট আইকনে ক্লিক করলেই উপরের বার্তা দেখায়। নিরো নতুন করে ইনস্টল করতে গিয়ে ব্যর্থ হয়েছি কয়েকবার। কিছু ফাইল রাইট করা দরকার ছিলো জরুরী ভিত্তিতে। সেজন্য আল্ট্রা আইএসও ইনস্টল করে দেখি ওটাও একই বার্তা দেখায়। এখন পর্যন্ত এই তিনটা সফটওয়্যারই ডিস্টার্ব করছে। বাকি সফটওয়্যারগুলো ঠিক আছে। আমাদের এলাকায় এই ভাইরাস মাসখানেক আগে থেকেই আছে এমন অনেক হার্ডডিস্কে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এগুলোর মধ্যে কিছুক্ষন পর পর দুই-তিন মিনিটের জন্য হ্যাং হয়ে যাওয়া উল্লেখযোগ্য। একজনের তো হার্ডডিস্ক ফরম্যাট দিতে হচ্ছে। এলাকার বিশেষজ্ঞগণ (!) সন্দেহ করছেন এটা ওই বিশেষ ভাইরাসটার কারনেই।
এবং এই ভাইরাস ক্যাসপারস্কাই দিয়েও যাচ্ছে না। আমি লাইসেন্সড ক্যাস্পারস্কাই দিয়ে ফুল কম্পিউটার স্ক্যান দিয়েছিলাম। ভাইরাস চলেও গিয়েছিলো। এরপর আবার ফ্রেশ উইন্ডোজ দিলাম। কয়েকদিন এভাবেই চললো। এরপর একদিন আমার ফরম্যাট করা পেনড্রাইভ ঢুকিয়ে দেখি আবার সেই ভাইরাস। এরপর মাইক্রোসফ্ট এর সিকিউরিটি এসেনশিয়ালস দিলাম, অটোরান ছাড়া ব্যাটা আর কিছুই রিমুভ করতে পারেনি। কম্পিউটার স্লো হয়ে যাওয়ার কারনে আমি কোনো অ্যান্টিভাইরাসই রাখি না। তাছাড়া আমার কারো সাথে পেনড্রাইভ বা সিডিতে ফাইল আদান-প্রদান দুই-তিন মাসে একবারও হয়না। এই ভাইরাস বর্তমানে খুবই বিরক্ত করছে। আমি উইন্ডোজ ৭ এবং লিনাক্স মিন্ট ১১ চালাই। ভাইরাস থেকে মুক্তি পেতে সাহায্য করেন প্লিজ।