আক্ষেপ!
আহ আর ক’টা বছর আগে যদি তোমায় পেতাম!
হয়তো এমন উদাসী হতাম না।
অনেক ঘটনাই তো ঘটে নিত্যদিন – আলগোছে...
এমনটা কি আদৌ হতে পারতো না?
আর ক’টা বছর আগে হলে
আর সাত জনমের উপোসি লাগতো না নিজেকে!
এমন চতুরঙ্গ বিবাগি হতাম না!
প্রায়শ ভাবিঃ কেন তোমায় আগে খুঁজে পেলাম না?
তোমার হাতে হাত রেখে
বলতে পারলাম না – ভালোবাসি সখি।
কত আজব ঘটনাই তো ঘটে হররোজ – নীরবে...
এমন কি হতে পারতো না!
শূন্য বুক উন্নদ্ধ উথালপাথাল কারো চটুল পদভারে...
আর ক’টা দিন আগে হলে
কারো ঠোঁটে কি ফুটতো পারতো না
আবেগের দস্যুতা – সুনিপুণ কারুকাজ!
আরো কিছু সময় পেলে,
দুর্গম অরণ্য কি গিরিখাদে
পৌঁছে যেত না কি পিয়াসের দুর্দম অভিযাত্রা?
ক’টা বছর, মাত্র ক’টা বছর আগে হলে
সেই হৃদয়-হরণ হাসিটি
একান্ত আপন হয়ে যেত হয়তো!
মনের মিল কিংবা সংঘাতি অমিলগুলো
আযৌবন খুনসুটে হয়ে থাকতো!
আর আমি -
ভুলে যেতাম ঈশ্বরের যত দোষ, পক্ষপাতিত্ব।
আমায় সর্বহারা করে তাড়িয়ে তাড়িয়ে দেখা
আর নিকৃষ্টতম বরদানে কেবল বিষাদি অমরত্ব!
আর ক’টা দিন আগে তোমায় পেলে
এমন সৃষ্টিছাড়া ঔদাসীন্য
হয়তো কখনোই খুঁজে পেতো না আমাকে।
আমিও হয়তো বেঁচে যেতাম – বাঁচতে কে না চায়?
কিন্তু কী পরিহাস!
অসম্ভবের কাঁটা আমূল বুকে নিয়ে
এখন আক্ষেপে বেঁচে আছি..
আমি আরো জীবন্মৃত হয়ে গেছি!
-------------------------------------------------------------
উদাসীন
১২/০৫/১৩