বর্তমানে আমরা এমন একটা সময়ে বসবাস করছি- যেখানে কারও কাছে কোনও ভাল কাজের প্রস্তাব নিয়ে গেলে এমন একটা ভাব করে যে, এসব কোনও কাজ হল! এসবের তো কোনও প্রয়োজনই নেই! এসব যে কেন করেন আপনারা!
মাঝে-মধ্যে এমনও শুনতে হয়- এই ধরণের আজাইরা (তাদের ভাষায়) কাজ করার কি দরকার ! এসব করে কি লাভ বলুন তো? আপনাদের কোনও বেনিফিট আছে?
তাদেরকে বুঝাই কি করে যে, সব কাজ কি লাভ-লোকসানের হিসেব করে হয়? করার প্রয়োজন আছে? সব কাছে নিজের বেনিফিটের কথা চিন্তা করলে হয়! কিছু কাজ তো মনের তাগিদেই করতে হয়। প্রয়োজনের জন্যই করতে হয়। এসব জায়গায় তো লাভ-লোকসানের হিসেব কিংবা নিজের বেনিফিটের কথা চিন্তা করে করতে হয় না! ভাল কিছু করতে পারা- এটাই তো সবচেয়ে বড় পাওয়া!
তর্কের খাতিরে যদি ধরেও নেই লাভ ছাড়া কোনও কাজ হয় না- আমি কিংবা আমরা তো এমন কোনও কাজ করছি না যার দ্বারা কারও কোনও লাভ হবে না! আমি তো মনে করি এই কাজে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে লাভের সংখ্যাটাই বেশি! এটা ওদের (গাধাদের) বুঝাই কেমন করে?
শিল্প-সাহিত্য কিংবা সংস্কৃতি অঙ্গনে কাজ করা, অনেকের কাছে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই মনে না হলেও- এটা দ্বারা যে দেশ ও সমাজের জন্য কতটা মঙ্গল বয়ে আনা যায়- এটা বুঝতে ঐ সমস্ত গর্ধবদের অনেক সময় লাগবে!
ওসব গর্ধবদের কাছে শুধু বাণ্যিজটাই প্রধান, আর কিছু না। কিভাবে টাকা কামানো যায় এই ধান্ধায় মগ্ন দিন-রাত্রি। সেটা হোক বৈধ বা অবৈধ, তাতে কি আসে যায়!
কোনও কাজে তাদের প্রফিট না এলে সেই কাজ থেকে তারা শতহস্ত দূরে থাকেন। শিল্প-সাহিত্যের ধার ধারার তাদের সময় কোথায়!
হায়রে পুজিঁবাদী সমাজ! হায়রে মানুষ!!