বার-বার পিছিয়ে যাচ্ছিলো ভ্রমণের তারিখ। সেন্টমার্টিন বেড়াতে যাওয়ার আয়োজন ঠিক করে বান্দরবান এমনকি ভারতের সিমলা-মানালীও বেড়িয়ে এসে পরেছে গ্রুপের কেউ কেউ, কিন্তু সেন্টমার্টিন আর যাওয়া হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত এই জানুয়ারির ২৬ তারিখ রাতের শ্যামলী পরিবহনের ঢাকা-টেকনাফের টিকেট কাটা হওয়ার পরেই নিশ্চিত হওয়া গেলো এবার যাচ্ছি সেন্টমার্টিন। ১৪ জনের বিশাল বাহিনী।
Image may be NSFW.
Clik here to view.
দস্যু পরিবারের ২ জন, দস্যু-বন্ধু ইস্রাফীলরা ২ জন, দস্যু-বন্ধু সাইফুলরা ২ জন, সাইফুলের শ্বশুর পরিবারের ৪ জন, মামার পরিবারের ৩ জন। (ছবিতে মরুভূমির জলদস্যু অনুপস্থিত)
রাত সাড়ে নটার গাড়ি, ঢাকার জ্যামের কথা মাথায় রেখে একটু তাড়াতাড়িই বেড়িয়ে পরেছিলাম সায়দাবাদের শ্যামলী বাস-কাউন্টারের উদ্দেশ্যে।
Image may be NSFW.
Clik here to view.
(ঢাকার জ্যাম)
সময় মতই ছাড়ে গাড়ি, রাতের যাত্রাবিরতী করে কুমিল্লার ১৪গ্রামের নুরজাহান হোটেলে। সকলে ফ্রেশ হয়ে হালকা নাস্তা আর চা পান শেষে আবার শুরু হয় যাত্রা।
Image may be NSFW.
Clik here to view.
(বাসে দস্যু পরিবারের দুজন)
এরপর আরো একবার যাত্রাবিরতী হয় চট্টগ্রামে। চট্টগ্রামের পরে টেকনাফের পথে অবশ্য এক যায়গায় বিডিআর ভাইয়েরা বাস থামিয়ে বাসের সকল যাত্রীর ব্যাগ চেক করেছেন। আমাদের মামার ব্যাগ থেকে এক ক্যান বিয়ার পাওয়া গিয়েছিল, বিডিআর ভাইয়েরা কিছু না বলে শুধু ক্যানটাই রেখে দিয়েছেন। সকাল ৯টার দিকে পৌঁছে যাই টেকনাফের কুতুবদিয়ার যেটিতে।
Image may be NSFW.
Clik here to view.
(গ্রুপের ব্যাগ-ব্যাগেজ)
আমাদের জাহাজ কুতুবদিয়া ছাড়বে সকাল সাড়ে নটায়, হাতে অনেকটা সময় আছে তাই সকলে ফ্রেম হয়ে নিয়ে পাশের টং রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নেয়।
Image may be NSFW.
Clik here to view.
(শীত আর জ্বরে কাবু কন্যকে কোলে মরুভূমির জলদস্যু)
জাহাজে আমাদের টিকেট ছিলো উপরের ওপেন ডেকের। ব্যাগ-ব্যাগেজ নিয়ে সবাই চড়ে বসি কুতুবদিয়ায়, সময় মতই ছেড়ে দেয় জাহাজ, পৌছবে আড়াই ঘণ্টা পরে সেন্টমার্টিনে। এই আড়াই ঘণ্টার যাত্রায় দেখা দৃশ্যাবলী এবার আপনারও দেখুন আমার ক্যামেরার চোখে।
Image may be NSFW.
Clik here to view.
(এমনই একটি জাহাজ কুতুবদিয়া)
Image may be NSFW.
Clik here to view.
(কুতুবদিয়ার যেটি)
Image may be NSFW.
Clik here to view.
(শুরু হল নাফ নদীতে ছুটে চলা)
Image may be NSFW.
Clik here to view.
(দস্যু পরিবারের দুজন)
Image may be NSFW.
Clik here to view.
(নাফ নদীর পূর্বপার)
Image may be NSFW.
Clik here to view.
(সাইফুল ও মরুভূমির জলদস্যু)
Image may be NSFW.
Clik here to view.
(নাফ নদী থেকে দেখা টেকনাফের পাহাড় সারি)
Image may be NSFW.
Clik here to view.
(বাঁশ ব্যবসায়ীরা এভাবেই নদী পথে বাঁশ নিয়ে যায়)
Image may be NSFW.
Clik here to view.
(দস্যু পরিবারের দুজন)
Image may be NSFW.
Clik here to view.
(একা গাংচিল)
Image may be NSFW.
Clik here to view.
(দস্যু কন্যা)
Image may be NSFW.
Clik here to view.
(নৌকো ও গাংচিল)
Image may be NSFW.
Clik here to view.
(জাল পেতে এভাবেই খালি নৌকো ফেলে রেখে চলে যায় জেলেরা)
Image may be NSFW.
Clik here to view.
(জাহাজের শেষ কোনায় এই দুজন চুপচাপ বসে ছিলেন, ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। সরি বলছি ওনাদের কাছে, কারণ ছবি তোলার অনুমতি নেয়া হয়নি।)
Image may be NSFW.
Clik here to view.
(দস্যু কন্যা)
Image may be NSFW.
Clik here to view.
(কি বিচিত্র লীলা, সাগর আর নদীর পানির ভিন্ন দুই রং)
Image may be NSFW.
Clik here to view.
(সাগরের নীল-জলে সাদা ফেনার খেলা)
Image may be NSFW.
Clik here to view.
(সাগর আর নাফ নদীর মোহনায় জেলে নৌকা)
Image may be NSFW.
Clik here to view.
(বয়া)
Image may be NSFW.
Clik here to view.
(দূরে টেকনাফের শেষ সীমানার সাদা তটরেখা)
আগামি পর্বে থাকবে সেন্টমার্টিনে তোলা কিছু ছবি আর ভ্রমণ কথা, ততো দিন সকলে ভালো থাকবেন।
যাত্রাতথ্য :
ঢাকা থেকে টেকনাফ শ্যামলী বাস ভাড়া জনপ্রতি ৮০০/= টাকা।
টেকনাফ থেকে সেন্টমার্টিন কুতুবদিয়ার জাহাজ ভাড়া ওপেন ডেক জনপ্রতি ৭০০/= টাকা। (আপ-ডাউন)