Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

মন তোমায় চাইছে........

$
0
0

ভোরের মিঠে হাওয়া আর
শিশির ভেজা ঘাস,
খালি পায়ে হাঁটার আনন্দ যেমন
তেমনি ইচ্ছের ডানায় ভর করেই,
বলছি তোমায়..........
মন তোমায় চাইছে
প্রভাতের স্নিগ্ধ রোদের মতই ।

দুপুরের ঝাঁঝালো রোদের
তীক্ষ্ণতায় দাঁড়ালে যেমন
জ্বলে পুড়ে মুখ,
সেই দহন জ্বালার তীব্রতায়ই
মন চাইছে তোমায়।

মধ্য দুপুরের নিজের ছায়া যখন,
নিজেই মারাই
তৃষ্ণার্থ বুক এক ফোটা পানির
তৃষ্ণায় গলা যায় শুকায়ে
সেই তিয়াসিত মনেই ব্যাকুল হয়ে
চাইছি শুধু তোমায় ।

বিকালের আঁধো আলো ছায়ায়
যখন মনের ক্লান্তি দুর হয়
এলোমেলো বাতাসে শান্তি ফিরে
আসে তনুমনে ,
সেই শান্তির তৃপ্তি মনে নিয়ে
তোমাকে চাইছি ।

গোধূলী বেলায় যেন সব চলে যায়
অন্তিমের কাছাকাছি,
খাঁ খাঁ করে অন্তর......
চলে যাওয়া দিনটির জন্য,
সেই হতাশ হওয়া মন নিয়েই
তোমাকে চাইছি আজ ।

সন্ধ্যার আঁধার নামে ধীরে ধীরে
সূর্য ডুবে লাল আভায় ভরে দিয়ে
যায় আকাশ......
এক দৃষ্টিতে চেয়ে দেখি জগতের অন্তিম খেলা
সেই ভাবনার অর্ন্তজালে শুধু তুমি
ভাবনার অতলে হারিয়ে যাওয়া মন নিয়ে
আমি তোমাকেই চাই ।

রাত ক্রমেই নিকষকালো হয়
নিস্তব্ধ পৃথিবী যেন শব হয়
অন্তিম যাত্রায়,
ঘড়ির টিক টিক অথবা
পানির কলের আওয়াজ ভাসে কানে
যেন বিভিষীকাময় পৃথিবী লাগে
মাঝে মাঝে অভুক্ত কুকুরগুলি জানান
দেয় রাতের গভীরতা ।
সেই ভয়ার্থ মন নিয়েই
আমি তোমাকে চাইছি ।

আকাশে যখন লেপ্টে থাকে মেঘগুলো
দুর দুরান্ত থেকে পাখি আসে নীড়ে ফিরে,
নীড়ে ফেরার আনন্দের মত আজ
মন শুধু তোমাকেই চাইছে ।

সকালের ভেজা ঘাস থেকে কুড়িয়ে
আনি এক মুঠো কুয়াশা
সজীবতায় ভরে যায় মন
সেই সজীব সতেজ মনেই আমি শুধু তোমাকেই চাই ।
মন শুধু আজ তোমাকেই চাইছে
তোমাকেই চাইছে ।
(সবই কাল্পনিক)

https://lh6.googleusercontent.com/-81TgcfFIitg/UZMf7JNqFnI/AAAAAAAAR04/2zmlneR_i-U/w497-h373/2mxlbfr.gif

এ্যানিমেশন নেট কালেকটেড


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>