Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

দোস্ত আমার দোস্ত !!

ব্যাটা মনে হয় মায়ের পেট থেকে পড়েই প্যা প্যা করে কান্দার বদলে ফিক করে একটা হাঁসি দিয়ে ইনিংসের শুরু করেছিল ! সেরকম নাহলে সবসময় এরকম ভুসভুস করে কেউ হাসতে পারে ! ওর হাসিফুল নাম সার্থক ।
             
                     ও আমার ক্লাস টু- হতে গলায় গলায় পিরিত মার্কা দোস্তো ! আমি ছোট- ওয়ান ( শিশু শ্রেণি ) পাশ করেই ডবল প্রমোশন পেলাম !! ডাইরেক্ট ক্লাস টু !
প্রথম ক্লাসেই  ফিসফিস করে কানেকানে বলল - " সিজ্‌জিনেক চোক টিপি মার্‌ !"
"মারামারি করলে আম্মা মাইরবে!" আমিও ফিসফিস করলাম !
      ব্যাটা আমার কথায় হাঁসির কি পেল বুঝলাম না , কিন্তু ক্লাসের মধ্যে কানফাটা হাঁসির অপরাধে স্যার ডাস্টার দিয়ে পিঠের ওপর গুনে গুনে পাঁচ টা বাড়ি দেয়ার পর, ও আমার দিকে যে ভাবে তাকাল তাতে আমার হিসি পেয়ে গেল ।

সিজ্‌জিন এবং চোক টিপি কি বস্তু সেটা বুঝতে পারলাম ক্লাস শেষে ! হাসিফুল বারবার আমার এক চোখ হাত দিয়ে চেপে ধরে আর বলে- " ইয়্যামুন কইর্যা এক চুক বুজেক্‌ আর এক চোক খুলেক্‌। হু, এব্যার হচে ! এব্যার আমাক চোক মারেক দিনি।"
আমি মহানন্দে চোখ মারার চেষ্টা করতে লাগলাম ।
"এই শালা , দুচোক একসাতে বুজিত্তিস কিক্যানে ! মাটি খওয়া বনি কিন্তুক ! আমার মুতন করেক !" আবার হাঁসি ! কারণ আল্লা মালুম !
সিজ্‌জিন আমাদের হাইস্কুলের মৌলবি স্যারের কন্যা ! বুঝুন ব্যাপার টা !!

তো এই  হাসিফুল  ক্লাস সেভেনে পড়ার সময়ে  ক্লাস সিক্সের এক বালিকার বিরাট আশিক হয়ে গেলো ! একদিন টিফিনের সময় অংক খাতায় লেখা একটা কবিতা আমাকে দেখায়ে বলল -
    " দুস্তো বানান গুল্যান দেক্ত, ঠিক আচে নাকি ।"

আমি কবিতার বানান গুলা ঠিক করতে করতে বললাম -
"দুস্তো তুর তো হ্যলো , আমাক একটা ভিড়্যা দে ! "

" নারে দুস্তো আমার ডা তো পটিত্তে নারে ! তিন ড্যা চিটি দিনু , কুনো উত্তর দিলো না ! " ভেউ ভেউ করে কান্দার বদলে খিক খিক করে হাসতে লাগলো ! শালা হাঁসির আড়ত !!
আমি খাতাটা ফেরত দিয়ে বললাম -" জব্বর কবিতা লেকিচিস রে । চিটির সাতে এড্যাও দিবু নাকি ? "
" আর চিটি দিবনারে । কবিতা দিলে নাকি কাজ হোব্যে ! অবাইদুলের নাকি হ্যয়া গেচেরে ! আমার ডা তো জবর কবিতা হচে ! তুই বুলেক তো , ভালো লেকিনি আমি ?"
অবাইদুল আমাদের ক্লাসের ফাস্ট বয় ! ক্লাস ফাইভ-এ কবিতা দিয়ে সিজ্‌জিনকে প্রেম নিবেদন করে হুলুস্থুলুস বাধিয়ে দিয়েছিল !

আমি দীর্ঘশ্বাস ছাড়লাম ! " দোস্ত ,আমার লাইন টাইন হোতে লাগ্ল্যে কিন্তুক আমাকো একটা কবিতা লিখ্যা দিতে হোব্যে "
কথাটা শুনেই শালা তার বিখ্যাত হাঁসি হাসতে লাগলো ! কারণ আল্লাহ মালুম ! শালা হাঁসির বস্তা .........!

         ( আরও আছে......... )
'


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>