ব্যাটা মনে হয় মায়ের পেট থেকে পড়েই প্যা প্যা করে কান্দার বদলে ফিক করে একটা হাঁসি দিয়ে ইনিংসের শুরু করেছিল ! সেরকম নাহলে সবসময় এরকম ভুসভুস করে কেউ হাসতে পারে ! ওর হাসিফুল নাম সার্থক ।
ও আমার ক্লাস টু- হতে গলায় গলায় পিরিত মার্কা দোস্তো ! আমি ছোট- ওয়ান ( শিশু শ্রেণি ) পাশ করেই ডবল প্রমোশন পেলাম !! ডাইরেক্ট ক্লাস টু !
প্রথম ক্লাসেই ফিসফিস করে কানেকানে বলল - " সিজ্জিনেক চোক টিপি মার্ !"
"মারামারি করলে আম্মা মাইরবে!" আমিও ফিসফিস করলাম !
ব্যাটা আমার কথায় হাঁসির কি পেল বুঝলাম না , কিন্তু ক্লাসের মধ্যে কানফাটা হাঁসির অপরাধে স্যার ডাস্টার দিয়ে পিঠের ওপর গুনে গুনে পাঁচ টা বাড়ি দেয়ার পর, ও আমার দিকে যে ভাবে তাকাল তাতে আমার হিসি পেয়ে গেল ।
সিজ্জিন এবং চোক টিপি কি বস্তু সেটা বুঝতে পারলাম ক্লাস শেষে ! হাসিফুল বারবার আমার এক চোখ হাত দিয়ে চেপে ধরে আর বলে- " ইয়্যামুন কইর্যা এক চুক বুজেক্ আর এক চোক খুলেক্। হু, এব্যার হচে ! এব্যার আমাক চোক মারেক দিনি।"
আমি মহানন্দে চোখ মারার চেষ্টা করতে লাগলাম ।
"এই শালা , দুচোক একসাতে বুজিত্তিস কিক্যানে ! মাটি খওয়া বনি কিন্তুক ! আমার মুতন করেক !" আবার হাঁসি ! কারণ আল্লা মালুম !
সিজ্জিন আমাদের হাইস্কুলের মৌলবি স্যারের কন্যা ! বুঝুন ব্যাপার টা !!
তো এই হাসিফুল ক্লাস সেভেনে পড়ার সময়ে ক্লাস সিক্সের এক বালিকার বিরাট আশিক হয়ে গেলো ! একদিন টিফিনের সময় অংক খাতায় লেখা একটা কবিতা আমাকে দেখায়ে বলল -
" দুস্তো বানান গুল্যান দেক্ত, ঠিক আচে নাকি ।"
আমি কবিতার বানান গুলা ঠিক করতে করতে বললাম -
"দুস্তো তুর তো হ্যলো , আমাক একটা ভিড়্যা দে ! "
" নারে দুস্তো আমার ডা তো পটিত্তে নারে ! তিন ড্যা চিটি দিনু , কুনো উত্তর দিলো না ! " ভেউ ভেউ করে কান্দার বদলে খিক খিক করে হাসতে লাগলো ! শালা হাঁসির আড়ত !!
আমি খাতাটা ফেরত দিয়ে বললাম -" জব্বর কবিতা লেকিচিস রে । চিটির সাতে এড্যাও দিবু নাকি ? "
" আর চিটি দিবনারে । কবিতা দিলে নাকি কাজ হোব্যে ! অবাইদুলের নাকি হ্যয়া গেচেরে ! আমার ডা তো জবর কবিতা হচে ! তুই বুলেক তো , ভালো লেকিনি আমি ?"
অবাইদুল আমাদের ক্লাসের ফাস্ট বয় ! ক্লাস ফাইভ-এ কবিতা দিয়ে সিজ্জিনকে প্রেম নিবেদন করে হুলুস্থুলুস বাধিয়ে দিয়েছিল !
আমি দীর্ঘশ্বাস ছাড়লাম ! " দোস্ত ,আমার লাইন টাইন হোতে লাগ্ল্যে কিন্তুক আমাকো একটা কবিতা লিখ্যা দিতে হোব্যে "
কথাটা শুনেই শালা তার বিখ্যাত হাঁসি হাসতে লাগলো ! কারণ আল্লাহ মালুম ! শালা হাঁসির বস্তা .........!
( আরও আছে......... )
'