Quantcast
Viewing all articles
Browse latest Browse all 15150

স্বচ্ছতার জন্য প্রার্থনা

স্বচ্ছতার জন্য প্রার্থনা

------------------------------------------
কোন পথে এলে তুমি
সত্য সুন্দর শুভ্র ?
সে কি কেবল আমার
ধরা ছোঁয়ার বাইরের সত্য ?
তোমার উৎস হতে আমার মানসে
কেন এই বক্রপথে রহস্যাগমন ?
সূর্যের রশ্মির মত তোমার সত্য
তীর্যক রেখায় রেখায়
সেই তো সর্বোৎকৃষ্ট ।
তবে কেন মেঘে মেঘে
এই হেয়ালি আয়োজন ?

সত্যের জলীয় আকার এভাবে
মাঝপথে যখনই বৃষ্টি নামায়
কি সূর্য কি মেঘ
আমার গ্রাহক মানসে বিপদ বাধায় ।

আলো আর আঁধারের হেয়ালি খেলায়
তোমার দিকে আমার দৃষ্টি পথ
বিন্দু বিন্দু ভগ্ন অণু পরমানু
তবু নিরাশার সম্মুখে আশার নতজানু।

--------------------------------------------------------
রহস্য মানব
২১/০৫/২০১৩


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>