Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বোবায় ধরা জিনিস কি নাকি সব কল্পনা? (প্লিজ পড়ুন)

$
0
0

আমার মাঝে মধ্যেই রাতের বেলায় বোবা ধরে neutral যেমন ধরুন আমি রাতে শুয়ে আছি হটাৎ মনে হচ্ছে কেউ একজন আমাকে চেপে ধরে রেখেছে কিন্তু আমি শত চেষ্টা করেও ছুটতে পারছি না এভাবে ছোটার চেষ্টা করতে করতে একসময় দেখি আমি মুক্ত হয়ে গেছি এবং হাপাতে থাকি khelbona khelbona এমন মাঝে মধ্যেই আমার এমন হয়। আমার আম্মু বলে এসব কিছু না শুধু সপ্ন হয় রাতে আর মনে হয় আধা ঘুমের মাঝে আছি। কিন্তু আমার কেন জানিনা এমন প্রায়ই হয় আর যেই রাতে হয় সেই রাতে প্রায় ৭-৯ বার এমন হয় এবং সেই রাতে ঘুম না তাই সকালে আমার ঘুমুতে হয়। আমি ভূতকে বিশ্বাস করি না এবং ভূত এফএম এর গল্প শুনলে ভয় লাগেই না আরো হাসি পায় lol

আসল কথায় আসি neutral আমি পরশু দিন রাতে ভাল মত ঘুমিয়ে রাত পার করলাম ভোরের সময় আম্মু নামাজ পড়ার জন্য ডাক দিল কিন্তু আমি অলসের মত উঠলাম না ও তার কিছুক্ষন পরে রিমঝিম করে বৃষ্টি নামতে শুরু করলো ও আমি ঠান্ডায় ঠান্ডায় আবার ঘুমিয়ে গেলাম তারপর হটাৎ মনে হচ্ছে আমার বুকের উপড় কেউ একজন বসে আমার দুই হাত ধরে রেখেছে আমি সোজা হয়ে শুয়ে ছিলাম তাই আরো মনে হচ্ছিল তার হাটুর সাথে আমার হাটু লেগে আছে ও আমি অনেক ছোটার চেষ্টা করছি তার কাছে থেকে কিন্তু আমি কিছুতেই ছুটতে পারছি না এমন সময় চেষ্টা করতে করতে অল্প একটু যেই চোখ যে খুললাম ১-২ সেকেন্ড আর অমনি দেখলাম এক শ্যামলা টাইপের একটা লোক চোখ জুনি জুনি টাইপের মানে ভূতের সিনেমায় যেমন ভূতের চোখ থাকে প্রায় তার মত  তখনা আমি আরো জোরে ছুটার চেষ্টা করলাম কিন্তু সেই দেহটা এত জোরে এসে আমাদের দেহের মধ্যে মিশে গেল এবং আমার তখনই ছুটতে সক্ষম হলাম ও হাপাতে থাকি ও প্রচন্ড ভয় পেয়ে যাই সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গিয়ে ব্রাশ করি ও আমার আম্মুকে বলি এই কথা কিন্তু আমার আম্মু কিছুতেই বিশ্বাস করে না। তারপর কি আর করবো ঘরে এসে ল্যাপিটা অন করলাম তখন আমার হাতের দিকে নজর পড়লো দেখি এত জোরে ধরেছিল যে দাগ হয়ে গেছে হাতের উপড় তখন আরো ভয় পেয়ে যাই। কিন্তু আমি যাকেই বলি সেই ফানি বলে উড়িয়ে দেয় কিন্তু আমার স্পষ্ট মনে আছে সব ঘটনাটা আর হাতের ছাপ দেখালে বলে দেখ কেউ তোর সাথে শয়তানি করছে। কিন্তু প্লিজ বিশ্বাস করুনা আমি সত্যিই দেখেছি আর কালকে রাতে কিছুতেই ঘুমুতে পারিনি সেই রাতের ঘটনার কথা মনে পড়ে।

আসলে সত্যিই কি বোবা আছে? প্লিজ আমি এখন কি করবো কেউ বলে দিন এভাবে ঘুমানো যায় না রাতের বেলায় প্রায় দিনই আমার এমন হয়। আমার আম্মু বলে তুই পাক প্রবিত্র থাকিস না তাই এমন হয় কিন্ত আমি এশার নামাজ পড়েই ঘুমাই। প্লিজ কেউ সমাধান দিন


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>