২০১১ সালের জানুয়ারিতে কেনা স্যামসাংয়ের ডিভিডি রাইটার প্রায় গত গত অবস্থা। কেনার প্রায় সোয়া এক বছর পর থেকে ওটার ট্রে সমস্যা করছে। বাকি সময় ঠেলেঠুলে রাইটার খুলতাম। তবে রিডিং এবং রাইটিং ঠিকই কাজ করতো। এখন ট্রে আর কাজ করছেনা। তাই একটা কিনতেই হবে মনে হচ্ছে।
এখন কোন ডিভিডি রাইটার কিনবো সে ব্যাপারে উপদেশ চাচ্ছি। আর হ্যাঁ, তাতে লিনাক্স সাপোর্ট থাকতে হবে। ধন্যবাদ।