Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বাইসাইকেল সাজেশন

$
0
0

সাইকেল কিনব। বংশাল দেখে এসছি সেদিন। ঢাকার আরও কিছু দোকানও দেখেছি। ধানমন্ডির লায়ন সাইকেল সব কিছুই মোটামুটি দেখা হয়েছে। সমস্যা বাধছে সাইকেলের কোয়ালিটি নির্ণয়ে। দাম তো জিজ্ঞাসা করলেই জানা যায়। বার্গেইনিং করলেই কমানো যায়। কিন্তু কিছু কিছু ব্যাপার অভিজ্ঞতা না থাকে বোঝা যায় না।

আমি যে সাইকেল খুঁজছি তার নিচের বৈশিষ্টগুলো থাকতে হবে।

১। শুধু সাইকেলের দাম ১৫ হাজার টাকার মধ্যে হতে হবে। এর চাইতে ১ পয়সা বেশি হলে বাদ
২। Disk-Break অথবা দামি V-Break লাগবে।
৩। ফ্রেম সাইজ ১৭ বা ১৮।
৪। গিয়ার থাকা জরুরী না।
৫। সাইকেল হাল্কা হতে হবে। ওজন ১২ কেজির কম হলে ভাল। ১৫ কেজি হলে হয়ত ঐ সাইকেল আমি ধরেও দেখব না।
৬। ব্যাক সাসপেন্সন ছাড়া হতে হবে। এর প্রয়োজন নেই। তাছাড়া ওজন বাড়ায় ১-২ কেজি।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>