আমার কাল থেকে জ্বর(কাল 103°,আজ কমে গেছে),সর্দি,গলায় ব্যাথা আর সারা গায়ে খুব ব্যাথা ছিল,শেষ রাতে প্রচন্ড কোমরে ব্যাথা শুরু হয়,,রাতে ইউরিনেশন অনেক বেড়ে গিয়েছিল,সকালে হাতে পায়ে ঝিমঝিম শুরু হয়,ওয়াটারি স্টুল হল দু'বার,এটা কি রোগ হতে পারে?উল্লেখ্য রাতে প্যারাসিট্যামল আর অ্যাজিথ্রোমাইসিন খেয়েছিলাম!
↧