অবশেষে মাস দেড়েকের যুদ্ধের পর টেলিফোন লাইন পেয়েছি + নেটের লাইন ও ২/১ দিনের ভিতর চালু হয়ে যাবে বলে আশা রাখি।
এখন কথা হচ্ছে নেট চালানোর জন্য কি রাউটার কিনব? আমি ওয়াইফাই এ নেট শেয়র করে চালাতে চাচ্ছি কারন বেশ কয়েকটা ডিভাইস আছে।
এজন্য কি আলাদা এএসডিএল মডেম আর আলাদা ওয়াই ফাই রাউটার কিনতে হবে নাকি একের ভিতর দুই কোন ডিভাইস আছে যেটায় এ কাজ করা যাবে?
ধন্যবাদ।