Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

মনে পড়ে কি? গ্রামের কথা?

$
0
0

মনে পড়ে কি? গ্রামের কথা?  hmm

মনে পড়ে কি?
মনে পড়ে শৈশবের  sleeping
ছায়া ঘেরা গ্রামের
সবুজ শ্যামলে শোভিত প্রকৃতির কথা।
পাখির কলকল ধ্বনিতে মুখরিত
আকাশ বাতাস পরিবেশের কথা। yahoo

মনে পড়ে, মনে পড়ে কি?
স্বচ্ছ নির্মল বায়ু ,মেঠো পথ ঘাঁট
সেধ গন্ধে  cry
প্রকৃতির নিবিড় সানিন্ধ্য।

মনে পড়ে, মনে পড়ে কি?
শীতের সকালে ধোঁয়াটে
কুয়াশার কথা।
সকালের মিষ্টি রোদে
মুড়ি আর খেজুর রসের  নাস্তা। dream

মনে পড়ে, মনে পড়ে কি?
শৈশবের হৈ হুল্লা
হাডুডু ও কানা মাছি খেলা।

মনে পড়ে, মনে পড়ে কি?
বর্ষায় টিনের চালে
বৃষ্টির ঝুম ঝুম শব্দের সুরভিত ধ্বনি।
চারপাশে জলে থৈ থৈ, চক চকে
মাঠ ঘাঁট বিলের কাহীনি।

মনে পড়ে, মনে পড়ে কি?
শরতে আকাশে
মেঘ রদ্দুর লুকচুরি খেলা। nailbiting

মনে পড়ে, মনে পড়ে কি?
হলুদ ফুলে শোভিত সরিষার খেতে
কিংবা ধান গমের সবুজ ঢেওয়ে
একলা দাঁড়িয়ে থাকা
কাক তাড়ুয়ার কল্প কথা।

মনে পড়ে, বার বার মনে পড়ে
হারিয়ে যাওয়া গ্রামের    dontsee
ঐ জীবনের কথা।

মানছি আবার, বলছি তোমাদের
মনে রেখও, মনে রেখও
তোমাদের ভুমির কথা shame
সেধ গন্ধে ভরা মাটির কথা। roll


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>