বর্তমানে আমি এটা ব্যবহার করছি। এটাতে ডাটা জমা হয় MS SQL এ। এমন কি কোন কন্টোল আছে যা সরাসরি mysql এর সাথে কাজ করবে। অথ্যাৎ ডাটা সরাসরি mysql এ জমা হবে। আর অনলাইন বেস ভালো কোন এটেন্ডেস সফটয়্যার এর নাম জানা থাকলে প্লিজ জানাবেন। ফ্রি হলে ভালো, কিনতে হলেও কোন সমস্যা নেই।
সবথেকে ভালো হয়- আমি কার্ড পাঞ্চ করলাম আর ডাটা জমা হয়ে গেল আমার ওয়েব হোস্টের ডাটাবেজে। এমন সিস্টেম কি করা যাবে?
কারো জানা থাকলে প্লিজ জানান। আমার মেইনলি দরকার অনলাইন বেইজ হওয়া। যাতে করে আমি দুনিয়ার যে কোন প্রান্ত থেকেই একসেস করতে পারি।
↧
Access Control System সম্পর্কে জানতে চাচ্ছি।
↧