মনে নয়
চোখে পালাব
হারাবই হারাব
মনটারে তোমার পোড়াব।
দুরে দুরেএএএএএ
বহুদুরে
চোখের আড়ালে যাব
একটু একটু করে সরে।
পাহাড়ে পাহাড়ে
ওই দুরের বনে
ধিতাং ধিতাং তালে নাচব,
সুর মিলাব ঝর্ণার গানে।
মন ভিজাব, বাদলা দিনের
ছলছল জলধারায়
ঠান্ডা ঠান্ডা শীতল
নিরবচ্ছিন্ন হাওয়ায় ।
চোখে নয় গো আজ
মনে হারাবার বেলা
দেখব আমি, পুড়বে তুমি
এবার পথ হারানোর পালা।
সবুজে সবুজের
সজীবতায়
হারাবো গো প্রকৃতির
অবারিত প্রসন্নতায় ।
ধূলি উড়া ওই দুর
মেঠোপথে
একাকি আনমনে হেঁটে বেড়াব
মেঘমেদুর ছায়াপথে।
হারাবো গো হারাবো
চোখে নয় মনে
খুঁজবে কি? একবারও
একাকিত্বের ক্ষণে।
animation Net Collected
=====================================