কয়েক সপ্তাহ আগে ফোরাম যখন আপডেট করা হয় তখন আগের কিছু এনহান্সমেন্ট বাদ পড়ে গিয়েছে মনে হচ্ছে। আমি আপাতত এরকম ২-৩টি পেয়েছি। আপনারা পেলেও এই টপিকে শেয়ার করতে পারেন।
যেমন:
১। শুধুমাত্র Web20 থীমের হেডারেই প্রজন্মের নিজস্ব লোগো আছে। Oxygen কিংবা অন্য থীমগুলোতে নেই। নিজস্ব লোগো ছাড়া কেমন জানি আন্ডার-কন্সট্রাকশন ফেইজের সাইটের মত লাগে (নিজস্ব মতামত
)। Copper-এ অবশ্য লোগো একটা আছে, তবে সেটা ডিফল্ট লোগো, প্রজন্ম ফোরামের নয়।
২। পোস্টের ভেতরের কোন লিংকে ক্লিক করলে টার্গেট পেইজটি নতুন ট্যাবে ওপেন না হয়ে বর্তমান ট্যাবেই ওপেন হয়।
৩। ব্রেডক্রাম্ব্সে টপিকের নাম লিংকসহ থাকছে না।
যেমন, আগে এভাবে দেখা যেত:
এখন দেখা যায় এভাবে:
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » সম্মাননা ফিল্টারিং ইউজারস্ক্রীপ্ট