Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

নারীমুক্তি শেষ পর্ব

$
0
0

>>নারীমুক্তি শেষ  পর্ব<<

যেদিন কুঁকড়ে যাবে আয়নার প্রতিবিম্বিত কাঠামোটা?  নেশা বঞ্চিত আসক্তের মত চূর্ণ হবে পুরুষের সব মিথ্যা দর্প।

সুতরাং পুরুষদের বিশেষ করে শিক্ষিত বন্ধুদের আমি বলব
“লিঙ্গ প্রশ্নে নিরপেক্ষ হতে”
যদিও তার এমন এক প্রবৃত্তি দ্বারা পরিচালিত যার নিয়ন্ত্রণ তাদের হতে নেই। তবু নিজেদের আত্মিক মুক্তির জন্যই আমি তাদেরকে বলব
” মনকে স্বচ্ছ ও সংবেদনশীল, সৃজনশীল ও নিরপেক্ষ এবং উজ্জ্বল ও অভিব্যক্ত কর”
কারণ সম্পূর্ণ বিকশিত মনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্গ বিষয়ে বিচ্ছিন্ন চিন্তা না করা।

আর আমার ভগ্নি গন আমি জানি রোজ সন্ধ্যায়  TSC তে  বন্ধুদের সঙ্গে আড্ডা দেবার সময় আপনাদের হলে গেটের ঘণ্টাধ্বনি  বাজে ( আসলেই বাজে কি না জানিনা) হলে ফেরার তাড়া দেয়। ঘণ্টার প্রত্যেকটা ধ্বনি আপনাকে মনে করিয়ে দেয় “আপনি একজন নারী তবু আমি আপনাদের বলব ভুলে যান আপনি নারী, ভাবুন আপনি মানুষ। যেমন- ইলিয়াস,মুজতবা, পলাশ, জাহিদ, হেমায়েত, খালীদ বা ঊর্মি, বিলকিস, জেসমিন,ছবি। 

প্রিয় ভগ্নি গন আমি আপনাদের দৃঢ় ভাবে বিশ্বাস করতে বলব আপনারা কারও চেয়ে অযোগ্য নন-কেউ আপনাদের চেয়ে শ্রেষ্ঠ নয় আপনার ভাইটি। আপনারা বড় করে নিঃশ্বাস নিন- নিজের ভেতরে বোধগুলোকে পদ্মের মত ফুটতে দিন-রঙিন প্রজাপতির মত উড়তে দিন ভেতরের ইচ্ছে গুলোকে। আপনারা আকাশের দিকে তাকান এবং থুথুর মত ফেলে দিন ভেতরে সব গ্লানি ও জড়তা। নিজস্ব দৃষ্টিভঙ্গি অর্জন করুন। সব ব্যাপারেই পুরুষের তৈরি মূল্যবোধ নয় বরং নিজস্ব ভঙ্গিতে নিজের মত করে ভাবতে শিখুন।

খুব বেশী নারীর সঙ্গে মেশার সুযোগ হয়নি আমার কিন্তু তবুও অনেক মেয়েই সামাজিক রীতিনীতি প্রথা এবং বাস্তবতার দোহাই দেয়। আমি তাদেরকে বলব এই  বন্ধনের বিরুদ্ধের আপনাকে শতভাগ জয়ী হতে হবে এমনতো নয়। ঝড় আসবে-সমাজপতিরা আসবে-নিজের বিপরীত প্রবৃত্তির পীড়ন আসবে কিন্তু আপনি হতে মশাল রাখুন আর এগিয়ে যান নিজের মত মনে রাখবেন বিজয়ের সংগ্রাম বেশী মমত্বের ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>