টপিকের নাম দেখে ঘাবড়ে যাবার কারন নেই কাউকে অভিসাপ দেয়া হচ্ছে না । তবে সাপের ছবি জরুর দেয়া হচ্ছে
দুইটা ক্লাসের মাঝে অনেক গ্যাপ । লেকে বসেছিলাম । পেয়ে গেলাম একজন সাপুড়ে কে । তার ঝুলি থেকে যত দ্রুত সাপ বের হল তত দ্রুত ধুকেও গেলো। মোবাইল দিয়ে কয়েটা ফালতু ছবি তুলে ফেললাম এই অল্প সময়ের ভিতরে। গোখরা সাপটার সামনে যেতে ভয় পাচ্ছিলাম তাই পেছনের ছবিই কপালে জুটেছে কেবল আর কয়কটা জুম করে তোলা বলে ভালো আসে নি । তবে সাপুড়ে লোকটাকে হ্যান্ডসাম মনে হল