দুই বন্ধু এক বড়লোকের বাড়িতে দাওয়াত খেতে গেলে তাদের খাবার পরিবেশন করা হলো সোনার বাটা ও সোনার চামচে । বন্ধুদের তো চক্ষু তো কপালে । যা হোক ,প্রথম বন্ধুটি আর লোব সামলাতে পারলোনা ।খাওয়ার ফাকে সে একটি চামচ পকেটে পুরলো । গটনাটি অপর বন্ধুর চোখ এরালোনা ।তো ঐ বন্ধু বলো খাওয়া শেষে আপনাদের কে একটা যাদু দেখাতে পারি । তো বাই রাজি ।ঐ বন্ধুটি একটি সোনার চামোচ তার নিজের পকেটে পুরলো এবং বললো এটা বের হবে আমার বন্ধুর পকেট থেকে ।ক্ষানিকক্ষন মন্ত্র পাঠ করলো এবং পন্ধুর পকেটে হাতডুকালো আর চামোচটি বের করল
↧