আমাদের প্রিয় ফোরামিক 'রহস্য মানব' এর আব্বু গত ক'দিন আগে হার্ট এট্যাক করেছিলেন। পরবর্তীতে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। গতকাল অবস্থার চরম অবনতি হলে আবার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত 11 টায় রহস্য ভাইর ম্যাসেজ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। অনেক ট্রাই করার পর আজ সকাল দশটার পর উনার সাথে কথা হলো। উনার আব্বু এখনো হাসপাতালে আছেন, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
রহস্য ভাইর পক্ষ থেকে উনার বাবার জন্যে সকলের দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ যেন উনার আব্বুকে সুস্থ করে দেন। আমীন।