কালকে মনে হয় আমি ১২:২৫ এর সময় টিভি দেখতেছি হটাত চ্যানেল চেঞ্জ করতেই দেখি মাছরাঙা চ্যানেলে বাংলাদেশের Award দিচ্ছে তাই ভাবলাম দেখি কি হয় তো একে একে অনেককেই পুরস্কার পেলো তারপর সাকিব খানকে ডাকলো তারপর সাকিব খান মঞ্চে উঠে বলতেছে লোকে বলে আমার ছবি নাকি রিক্সাওয়ালারা দেখে কিন্তু আমি বলবো রিক্সাওয়ালাদের অনেক ধন্যবাদ আমার ছবি দেখার জন্য কারন তারা সারাদিন অনেক পরিশ্রম করে এসেও আমার ছবি গুলো দেখে এবং রিক্সাওয়ালাদের জন্যই আমি আজ এত সফল্য অর্জন করেছি তাই রিক্সাওয়ালাদের অনেক অনেক ধন্যবাদ এই কথা বলতে গিয়ে মনে হল সাকিব খান প্রায় আধ কাদা অবস্থা......আর সাকিব খান পুরস্কার পায় ডন নাম্বার ওয়ান ছবিতে...ছবিটা কেমন?
তা আমি এখন ভাবতেছি সাকিব খান জানলো কিভাবে যে তার ছবি রিক্সাওয়ালারা দেখে? যেমন আমাদের এখানে যদি কাওকে বলা যায় তোর তো সাকিব খানের মত চেহারা সে রেগে ফায়ার হয়ে যায়। আমরা মাঝে মাঝে বলি সাকিব খানের ছবি কে দেখতে যায় তখন অনেকেই বলে রিক্সাওয়ালারা হা হা হা