আজিকে আমার হৃদয় দোরে কে দিয়েছে নাড়া,
রিক্ত শীর্ণ দেহ যে মোর হয়েছে প্রান হারা-
ঝরা বকুলের গান শুনিতে শুনিতে লুটায়েছি ঘুমো ঘোরে,
ওগো মোর সখা, পাশে বস তব এবার জাগাও মোরে-
নিওনা বিদায় হাতে রাখো হাত কাটাও নিদ্রা রেশ,
তোমার আমার জনমের প্রেম এখানেই নয় শেষ।
↧
এখানেই নয় শেষ
↧