আমার শখ হয়েছে পাপপি কুকুর পোষার। বড় বড় কুকুরগুলা না। কিউট কতগুলা কুকুর আছে না সাদা রঙ্গের যেগুলোকে পাপপি বলে সেগুলোর কথা বলছিলাম।
ফোরামের কেউ কি পাপপি কুকুর পুষেন? এগুলোর দাম কত হতে পারে? ঢাকায় কোথায় কিনতে পাওয়া যাবে এই কুকুরগুলো? আচ্ছা, পাপপি কুকুর কি কামড় টামড় দেয় নাকি?