চলতে-ফিরতে, অফিসে কিংবা বাসায় প্রচুর আইডিয়া মাথায় আসে। সেগুলো সঙ্গত কারণেই লিখে রাখা হয় না। আর লিখে রাখা হয় না বলে অনেক আইডিয়া পরবর্তী সময়ে হারিয়ে যায়। তাছাড়া কিছু কিছু আইডিয়া বাস্তবায়ন করার সময় প্রগ্রেস কতোটুকু হলো কিংবা কোন তারিখে কী কাজ করতে হবে সেগুলোও লিখে রাখা দরকার। শুরুতে নোটবুকে কলম দিয়ে লিখে রাখতাম, কিন্তু এতে ঠিক গুছিয়ে কাজগুলো করা যায় না। আর নোটবুকে নিয়ে ঘোরাঘুরি করাটাও ঝামেলার। তাই ভাবছিলাম এমন কোনো সফটওয়্যার যদি থাকতো যেখানে আইডিয়াগুলো লিখে রাখা যেত, বিশেষত সার্চিং অপশন ও প্রগ্রেস মার্কিংসহ, তাহলে ভালো হতো। তাছাড়া কাজটি নেটে করা গেলে আরও সুবিধা। সেক্ষেত্রে একই ফাইল সিন্ক্রোনাইজিং-এর মাধ্যমে বাসার ল্যাপটপ, অফিসের কম্পিউটার কিংবা মোবাইলে কাজ করা যেত। গুগল ডকেও একবার আইডিয়াগুলো লিখে কাজ শুরু করেছিলাম, কিন্তু মনে হয় সেই এমএস ওয়ার্ডেই কাজ করছি। ফলে সেটাও এখন আর ব্যবহার করা হচ্ছে না। এরকম একটি সফটওয়্যার খুব দরকার। কেউ কি খোঁজ দিতে পারেন?
↧