Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

গোপন প্রেমপত্র (পত্র সাহিত্য )

$
0
0

প্রিয়তমা


          পত্রের প্রথমে জানায় শীতের সকালে খাসের উপর ঝরে পড়ে  থাকা ... এক মুঠো শীতল শিশির শিক্ত শান্ত সুভ্র শিউলি ফুলের সৌরভ ও সুবেচ্ছা | আশা নয় আমার বিশ্বাস তুমি ভালো আছো |তোমাকে প্রথম দেখার পর তোমার ঐ চন্দ্রতুল্য সুশোভন ,সুলাবন্য ,সুহাসিনী মুখোমন্ডলটি একটি বারের জন্যও মনের দর্পণ থেকে সরাতে পারিনি | আমার সয়নে স্বপে জাগরণে শুধু তুমি আর তুমি.... কেন এমন হচ্ছে তা আমি জানিনে ! পড়তে পড়তে হয়তো তোমার হাসি পাচ্ছে কিন্তু গোলাপের পাপড়ি যেমন জানেনা সে কতটা সুন্দর , তেমনি তুমিও জানোনা সুন্দর কতটা তুমি | আমি তোমাকে ভালবাসি !!! তোমার কাছে তাই একটু ভালোবাসা ভিক্ষা চাই.... বিশ্বাস তুমি আমাকে নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দেবেনা | আমার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের ভালোবার বাসর তুমি ভেঙ্গে দেবেনা | নিথর এ দেহে তোমার ভালোবাসায় পারে আমার জীবন কে সুন্দর সাফল্যে ভোরে দিতে | ভালো থেকো আর তারাতারি পত্র দিয় |তোমার পত্রের অপেক্ষায় থাকব
      ইতি
তোমার প্রণয়প্রার্থী প্রেম পত্র সাহিত্য গোপন


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>