মিতা ও মিতা
মিতা ও মিতা
কি ব্যপার বলতো
এমন কেন দেখাচ্ছিল তোমায়?
এতদিন পরে দেখা !
আহ
কি ভালয় না লাগলো
গো ভাই।
তোমাকে দেখেই যে
মনে পড়ে গেল
তোমাকে লিখা প্রেমপত্রের বিষয়টা।
হা হা হা
কি ছেলেমানুষিই
না ছিল সে সব রে ভাই।
আবেগ আর ভাললাগায়
লিখেছিলাম সেই
প্রেম পত্রের চিঠি গুলি।
আমার ছেলেমানুষি বলে
তুমিও
পাত্তা দাওনি সেগুলি।
হা হা হা
এই এতদিন বাদে
আজ তোমায় দেখে
সব মনে পড়ে গেল যে।
মিতা ও মিতা
কি ব্যপার বলতো
এমন কেন দেখাচ্ছিল তোমায়?
কেমন ফ্যাঁকাসে মনমরা
অসুখি একটা মুখ।
কিন্তু শুনেছিলাম ভাল
একটা বিয়ে হয়েছে তোমার,
খবর পেয়েছিলাম তারে নিয়ে
গড়েছ সুখের নীড় ।
কিন্তু তোমায় দেখে
তো তা
মনে হচ্ছে না গো।
১-৭-১৩, ১২.৪১am