টিনের চালে সকাল দুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
রিম ঝিম সেই বৃষ্টি সুরে
মন উড়ে যায় বহু দূরে
রাত্র শেষে সকাল এসে
জল চলে যায় পুকুর বেয়ে
উঠনেতে হাঁটু জল
মনেতে আজ উঠছে ঢল
ইতি
মন আজ বেসামাল।
↧
বৃষ্টি
↧