একটি ভাষা একটি দেশ,
নামটি তার বাংলাদেশ ।
মায়ের মুখের মধুর বাণী,
জুড়ায় মোর হৃদয়খানি ।
সহজ সরল বাংলা ভাষা,
বুঝতে কারো হয়না দশা ।
ভাষার মাসে ভাষার গান,
খোদার দেয়া মহাদান ।
গর্ব মোদের একটি আশা,
সেটি হল বাংলা ভাষা ।
বাংলা মোদের মনের খোরাক,
পাকিদের মন যতই পোড়াক ।
শহীদ হলো সালাম রফিক,
আল্লাহ তাদের জান্নাত দিক।
↧
মাতৃভাষা
↧