স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ, মামা তার ভাগিনাকে বলছেন
মামা ঃ খোকন কিরে তোর স্কুলে এবার তোর ফলাফল কি?
খোকন ঃ মামা ফলাফল কি হয়েছে জানিনা , তবে শিক্ষক এসে আমাকে ছাড়া বাকিদেরকে ক্লাশ থেকে বের করে দেয়
মামা ঃ কেন?
খোকন ঃ তারা সবাই খারাপ করায় বের করে দিয়েছে ক্লাশ থেকে আর তাদেরকে অন্য ক্লাশে নিয়ে গেছে, আমি ভালো করায় শুধু মাত্র আমাকে এই ক্লাশে রেখে দিয়েছে
00000000000000000000000000000
স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ,বন্ধু তার আরেক বন্ধুকে বলছেন
বন্ধু ঃ খোকন কিরে তুই কিভাবে বুঝলি পৃথিবী গোল?
খোকন ঃ প্রথম সাময়িক পরীক্ষায় লিখে ছিলাম পৃথিবী চার কোনা, কেটে দিলো
বন্ধু ঃ তারপর
খোকন ঃ দ্বিতীয় সাময়িক পরীক্ষায় লিখে ছিলাম পৃথিবী তিন কোনা, কেটে দিলো
বন্ধু ঃ তারপর
খোকন ঃ যেতেগু পৃথিবী তিন কোনা ও না চার কোনাও না, তাই এবার লিখলাম গোল