এতদিনে ভারত অশ্লীলতার বিরুদ্ধে একটা ভালো পদক্ষেপ নিলো। 'আইটেম সং' টিভিতে প্রদর্শন করা নিষিদ্ধ করেছে ভারত। এখন থেকে টিভি চ্যানেলগুলোতে এইসব গান দেখানো যাবে না। এটা শুধু তাদের জন্যই না বাংলাদেশের জন্যেও স্বস্থির খবর। এইসব 'আইটেম সং' এর অশ্লীলতা দেখে ধর্ষন সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে অনেকে। যেহেতু আইটেম সংগুলো মূলত ছবির প্রোমোশনের জন্য বানানো হয় তাই যদি টিভিতে ব্যান করা হয় এগুলো তবে নির্মাতারাও আর এগুলো বানাতে আগ্রহী হবে না। সুতরাং মুন্নী ও শিলাদের দেখো ভালো করে এবার।
No more item songs on TV: Censor board
The so-called “item songs” in films can no longer be shown on television. The government has decided that all such songs will now be rated as adult content and banned from being shown on television channels.
The Central Board of Film Certification, or the Censor Board, has told the government that instructions in this regard have already been sent to all its regional offices and everyone else involved in certification of films to give ‘A’ (adult) rating to such songs. “These songs, thus, would not be allowed to be telecast on television as only (a maximum of) ‘UA’ rated content is allowed on television,” said the Censor Board.
The board has also decided to act tough on songs and scenes in which “any kind of direct or indirect violence is shown against women”
The move is part of the efforts to check vulgarity and obscenity in television serials and cinema.
http://himachalwatcher.com/discussion/n … sor-board/
ওদিকে সোনাম কাপুর আইটেম সং নিষিদ্ধের বিপক্ষে কথা বলছে। একে থাপড়ালি দিতে ইচ্ছে করছে।
আইটেম গান নিষিদ্ধের বিপক্ষে সোনম
বলিউড অভিনেত্রী সোনম কাপুর কথাবার্তায় সবসময়ই স্পষ্টবাদী। নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন সরাসরি। চলচ্চিত্রে আইটেম গান নিষিদ্ধ করার চিন্তাকে ‘স্টুপিড’ বলেছেন তিনি।
ভারতে অপরাধ প্রবণতা বাড়ায় অনেকেই পরামর্শ দিচ্ছেন মেয়েদেরকে আরও সতর্ক ও শালীন পোশাক পরে রাস্তায় বের হতে। চলচ্চিত্রের গানে আইটেম গান নিষিদ্ধের কথাও বলেছেন ও বলছেন অনেকে।
সোনম কাপুর বলেন, “আমি মনে করি গান নিষিদ্ধ করার চিন্তা একদম স্টুপিড। যদি আমরা নির্দিষ্ট করে দেয়া কাপড় পরি আবার কাজও আগের গুলোই করি, তবে কী হবে? আমরা ভুল কিছু করছি না। পুরুষরাই ভিন্নভাবে দেখছে বিষয়টিকে।”
তিনি বলেন, “আমরা যদি অজন্তা ইলোরা গুহার দিকে তাকাই, তবে বুঝতে পারি আমরা কিন্তু কামসূত্র এলাকার বাসিন্দা। মাথা থেকে পাঁয়ের পাতা পর্যন্ত আমরা ঢেকে দিতে পারি না। আমরা বোরখা পরতে পারি না; এটা আমাদের সংস্কৃতি নয়।”
এটা দুঃখজনক যে মানুষ বলে তুমি স্কার্ট পরবে না, আইটেম নাম্বার করবে না অথবা এমন এমন পোশাক পর। আমরা কী অন্ধকার যুগে ফিরে যাচ্ছি?-মন্তব্য অনীল কাপুরের মেয়ের।
সোনম অভিনীতি ‘রানঝনা’ ২১ জুন মুক্তি পেয়েছে। হিন্দু-মুসলিমের প্রেমকাহিনীর এ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ‘সরওয়ারিয়া’র মাধ্যমে বলিউডে পা দেয়া সোনম। তবে সিনেমাটি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে।