Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

ভাবছি তোমায় !

$
0
0

তোমায় নিয়ে ভাবছি আমি
এখন বড় একা ।
পাগল বেসে ভালবেসে অনেক হল শেখা ।
তুমি ছিলে মনের রানী আমার মনের আয়না ।
ভালবেসে কাছে এসে ধরতে কত বায়না ।
স্বপ্ন তুমি দেখিয়েছিলে
অনেক বড় হবার ।
বড় হলাম অনেক বেশি
তোমায় কাছে পাবার ।
সেই তুমি কষ্ট দিয়ে
চলে গেলে দূরে ।
তোমার জন্য জন্ম নিয়ে
এখন গেছি মরে ।


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>