আমি ঢাকায় থাকি আর আমার টি&টি ল্যান্ড লাইন মারা গ্যাছে আজ প্রায় এক বছর। বাসায় একটা ল্যান্ড লাইন দরকার তাই Ranks Tel এর ল্যান্ড লাইন নিতে চাচ্ছি। পরামর্শ দরকার
যারা এই কোম্পানীর লাইন ব্যবহার করছেন তাদের কাছ থেকে শুনতে চাই এদের সার্ভিস কেমন আর লাইনের কোয়ালিটি কোন পর্যায়ের। খরচ কি মোবাইল ফোনের থেকে কম না বেশী।
আপনি কি সন্তুস্ট সার্বিক ভাবে?