হতাম যদি কৃষক
হতাম যদি কৃষক রে ভাই
চাষ করতাম ভুঁই।
সবার মুখে অন্য জোগাতে
সোনার ফসলে মাঠ ভরাতে
ধান বুনতাম ভুয়ে।
পুকুর ভরা মাছ চাষতাম
গোয়াল ভরা গরু পুষতাম
দিতাম মুরগির একটা ফার্ম।
এই আমারই স্বপ্ন কথা
হতাম যদি কৃষক তথা।
৬.১৩pm ১০-৭-১৩
http://www.facebook.com/golammaula.akas … 3915333538