ফায়ারফক্স ও ক্রোম ব্যবহারকারীদের জন্য লেখা এই স্ক্রীপ্টটি আপনার ব্রাউজারের উপরের ডান কোণায় আজকের ইফতারের সময় ও কাউন্ট-ডাউন (ইফতারের আর কতক্ষণ বাকী আছে) দেখাবে। আপনি চাইলে এটি হাইড/আনহাইড করে রাখতে পারেন নিচের ">" / "<" লিংকে ক্লিক করে।
উপরের Zone ড্রপ-ডাউন লিস্টে থাকা দেশের ১৫টি অঞ্চলের মধ্য থেকে আপনি আপনার অঞ্চল সিলেক্ট করতে পারবেন।
স্ক্রীপ্টটি এখান থেকে ইন্সটল করে নিতে পারেন:
http://userscripts.org/scripts/show/173509
স্ক্রীণশট
Image may be NSFW.
Clik here to view.
ডেমো:
এটা কিভাবে কাজ করে তা দেখার জন্য এই পেইজটিতে যেতে পারেন:
http://hostmarts.com/projanmo/iftar_alert.html
নোট: মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য:
এটি কাজ করার জন্য আপনার ফায়াফক্সে Greasemonkey এক্সটেনশন ইন্সটল করা থাকতে হবে। যদি না থাকে, তাহলে এখান থেকে Greasemonkey ইন্সটল করে নিতে হবে।
নোট: গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য:
এটি কাজ করার জন্য আপনার ক্রোমে Tampermonkey এক্সটেনশন ইন্সটল করা থাকতে হবে। যদি না থাকে, তাহলে এখান থেকে Tampermonkey ইন্সটল করে নিতে হবে।
জাভাস্ক্রীপ্ট প্রোগ্রামাররা, নিজেই তৈরি করুন ইউজারস্ক্রীপ্ট:
ইউজারস্ক্রীপ্ট তৈরি ও শেয়ার করা : পর্ব-১ (স্ক্রীপ্ট তৈরি করা)
ইউজারস্ক্রীপ্ট তৈরি ও শেয়ার করা : পর্ব-২ (স্ক্রীপ্ট শেয়ার করা)