সেরা ২০ পোস্টধারীর পোস্টের বিপরীতে সম্মানার একটি খতিয়ান তুলে এনেছি, এখানে দেখা যাচ্ছে শান্তবালকই সম্মাননায় এগিয়ে, আর আমি সবার নীচে, সম্ভবত শান্ত বালককে ফোরামে আমরা মিস করছি - সর্বোচ্চ ২০ পোস্ট ধারীদের সম্মানার খতিয়ানটি তুলে ধরতে চেস্টা করছি
১. ইলিয়াস (১৫০৮৫) সম্মাননা (১১৫১) – ৭.৬৩%
২. ছবি-Chhobi (১১৩৮৭) সম্মাননা (১৮৩৪) – ১৬.১০%
৩. আহমাদ মুজতবা (৯৬৮৫) সম্মাননা ৬০৯ – ৬.২৫%
৪. মেহেদী৮৩ (৯২৩৫) সম্মাননা (৬৬৫) – ৭.২০%
৫. দ্যা ডেডলক (৮৭২১) সম্মাননা (৬৮১) – ৭.৮০%
৬. আউল (৮১৭৮) সম্মাননা ১২৩ - ১.৫০%
৭. সেভারাস (৮১৩৩) সম্মাননা ৩১৭ – ৩.৯০%
৮. অয়ন খান (৭৬১৭) সম্মাননা ১৬৫ – ২.১৬%
৯. শিপলু (৭১৪০) সম্মাননা ৪০৪ – ৫.৬৬%
১০. সারিম (৬৭১৮) সম্মাননা ২৯৪ – ৪.৩৭%
১১. শান্ত বালক (৬৩০১) সম্মাননা (১০৬৯) – ১৬.৯৬%
১২. microqatar (৬২৭৫) সম্মাননা ২৩২ – ৩.৭০%
১৩. হাঙ্গরিকোডার (৬১২৬) সম্মাননা ৩৫৮ – ৫.৮৪%
১৪. আশিফ শাহো (৬০৭৭) সম্মাননা ২০৭ – ৩.৪০%
১৫. সাইফ দি বস ৭ (৬০৬৬) সম্মাননা ২২২ – ৩.৬৬%
১৬. শামীম (৫৭৯৯) সম্মাননা (৫৫৬) -৯.৫৯%
১৭. invarbrass (৫৪৪৫) সম্মাননা (৮৪৭) -১৫.৫৫%
১৮. মেরাজ০৭ (৫৪০৮) সম্মাননা ১০৯ - ২.০১%
১৯. দক্ষিণের-মাহবুব (৫৩০৩) সম্মাননা ৪০২ – ৭.৫৮%
২০. বাবর (৫১০৪) সম্মাননা ১৬৮ – ৩.২৯%
বি.দ্র. সম্মাননা পাওয়া আর না পাওয়া ভালো খারাপ নির্ধারন করেন না, অনেকে ভালো ভালো পোস্ট দিয়েও সম্মাননা তেমন পায়না , আর অনেকে বেশী সম্মানা পান, এটা যার যার কোপাল এবং ভালে পোস্টের সংমিশ্রন, এটা আমার কথার কথা প্রমান চাইলে দিতে পারবো না