Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

তথ্য ফাঁস হওয়া ছয় স্মার্টফোন!!!

$
0
0

http://paimages.prothom-alo.com/resize/maxDim/340x1000/img/uploads/media/2013/07/18/2013-07-18-05-40-49-51e77fe174b66-1.jpg

অনলাইনে প্রযুক্তিবিষয়ক নানা ওয়েবসাইটে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মাপের স্মার্টফোনের তথ্য ফাঁস হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিশ্লেষকেরা বলছেন, আসন্ন এ স্মার্টফোনগুলোতে বাজারে ক্রেতাদের পছন্দসই হওয়ার মতো নানা ফিচারই থাকবে। বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে সম্প্রতি ফাঁস হওয়া স্মার্টফোনগুলো হচ্ছে অ্যাপলের আইফোন ৫এস, সনির ‘আই ১ হোনামি’, এইচটিসি ‘ওয়ান ম্যাক্স’, ‘ব্ল্যাকবেরি এ ১০’, স্যামসাং ‘গ্যালাক্সি ফোল্ডার’, মটোরোলার ‘মটো এক্স’

আইফোন ৫এস
আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৫এস’ তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। সম্প্রতি অনলাইনে আইফোন ৫এসের বেশ কিছু ছবি ফাঁস হয়েছে। আইফোন ৫এসের ছবি ফাঁস করেছে ম্যাকরিউমারস নামের প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইট। অ্যাপল থেকে ফাঁস হওয়া ছবি ও স্মার্টফোনের যন্ত্রাংশের বিশ্লেষণ করে প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, আইফোন ৫ সদৃশ হতে পারে আইফোন ৫এস। তবে আইফোন ৫ এর সঙ্গে আইফোন ৫এসের পার্থক্য থাকবে ব্যাটারি, ডিসপ্লে রেজুলেশন ও ক্যামেরার ক্ষেত্রে। এ ফোনে উন্নত রেজুলেশনের ক্যামেরা যুক্ত করতে পারে অ্যাপল। নতুন স্মার্টফোনে ব্যবহূত হবে আইওএসের নতুন সংস্করণ। আইফোন ৫ এস ছাড়াও অ্যাপল সাশ্রয়ী দামের একটি আইফোন আনতে পারে বলে গুঞ্জন রয়েছে। প্লাস্টিকের কাঠামোর সাশ্রয়ী এ স্মার্টফোনের ছবিও অনলাইনে ফাঁস হয়েছে।

সনির ‘আই ১ হোনামি’
২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর যুক্ত ‘আই ১ হোনামি’ নামের একটি স্মার্টফোন বাজারে আনতে পারে ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি। সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন এ স্মার্টফোনটির তথ্য প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইপ্রাইস ডটকমে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজে ‘আই১ হোনামি’ স্মার্টফোনটি যুক্ত করতে পারে সনি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর আই১ হোনামি স্মার্টফোনটিতে থাকবে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে, সনির জিলেন্স ও বায়োঞ্জ ইমেজ প্রসেসর। অভ্যন্তরীণ ১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার স্মার্টফোনটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে। এতে থাকবে দুই দশমিক দুই গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, দুই গিগাবাইট র্যাম ও উন্নত ব্যাটারি। আট দশমিক তিন মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটির সামনের দিকেও থাকবে দুই মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি, সনির এক্সপেরিয়া জেড স্মার্টফোনটির মতোই নতুন এ স্মার্টফোনটি হবে পানি ও ধুলা প্রতিরোধী। চলতি বছরের ৪ সেপ্টেম্বর আইএফএ ২০১৩ অনুষ্ঠানের প্রথম দিনেই নতুন এ স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে সনি। নতুন স্মার্টফোনটির দাম প্রসঙ্গে কোনো তথ্য জানা যায়নি।

এইচটিসি ওয়ান ম্যাক্স
ছয় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এইচটিসি ওয়ান স্মার্টফোনটির নতুন সংস্করণের তথ্য ফাঁস করেছে মোবিগিকস নামের একটি ওয়েবসাইট। মোবিগিকসের তথ্য অনুযায়ী বড় আকারের হাই ডেফিনেশন ডিসপ্লে থাকায় এইচটিসির এ স্মার্টফোনটির নাম ম্যাক্স রাখছে প্রতিষ্ঠানটি। দুই দশমিক তিন গিগাহার্টজের স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, অ্যাড্রিনো ৩০০ গ্রাফিকস কার্ড ও দুই গিগাবাইট র্যাম থাকবে এইচটিসি ম্যাক্সে। স্মার্টফোনটির পেছনে আলট্রাপিক্সেল ক্যামেরা ও সামনে দুই মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেল। এটি পিক্সেল হিসেব না করে পিক্সেলের আকার হিসাব করে। এইচটিসি ওয়ান ম্যাক্স স্মার্টফোনে ৩২ ও ৬৪ গিগাবাইট তথ্য ধারণ করা যাবে। এইচটিসি ম্যাক্স ছাড়াও ফাঁস হয়েছে এইচটিসি ওয়ান স্মার্টফোনটির একটি মিনি সংস্করণের তথ্য। চার দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ স্মার্টফোনটির তথ্য ফাঁস করেছে বুলগেরিয়ার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্ট নিউজ। স্মার্ট নিউজে প্রকাশিত তথ্য অনুযায়ী, এইচটিসি মিনি স্মার্টফোনটির নাম ‘এইচটিসি এম ৪’ রাখতে পারে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড জেলিবিন নির্ভর স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকবে। এ স্মার্টফোনটিতে থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে ও দীর্ঘক্ষণ চার্জ থাকার সুবিধা। এই স্মার্টফোন ফোরজি সুবিধা সমর্থন করবে এবং এতে উন্নত ক্যামেরা থাকবে। চলতি বছরের আগস্ট মাসে এ স্মার্টফোন বাজারে আসতে পারে। তবে এর দাম সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।

স্যামসাং গ্যালাক্সি ফোল্ডার
ভাঁজ করা যায় এমন ফোন বাজারে আনতে কাজ করছে স্যামসাং। সম্প্রতি জাপানের ব্লগিং সাইট ব্লগ অব মোবাইলে স্যামসাং ফোল্ডার নামে নতুন একটি স্মার্টফোনের তথ্য ফাঁস হয়েছে। অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর গ্যালাক্সি ফোল্ডারে থাকছে ডুয়াল কোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর। সেপ্টেম্বর মাস নাগাদ টাচস্ক্রিন ও কিবোর্ড সুবিধার এ স্মার্টফোনটি বাজারে আনতে পারে স্যামসাং।

ব্ল্যাকবেরি এ১০
ব্ল্যাকবেরি এ১০ নামে একটি স্মার্টফোনের তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে। ক্র্যাকবেরি ডটকমে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ব্ল্যাকবেরির নতুন হবে স্মার্টফোনটি ব্ল্যাকবেরি ১০.২ অপারেটিং সিস্টেমনির্ভর। পাঁচ ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে থাকবে এক দশমিক সাত গিগাহার্টজের ডুয়াল কোর কোয়ালকমের প্রসেসর, কোয়াড কোর জিপিইউ ও দুই গিগাবাইট র্যাম। স্মার্টফোনটির পেছনে আট মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই স্মার্টফোনটিতে অ্যাকসিলারোমিটার, জিইরোস্কোপ, ম্যাগনোটোমিটার ও আল্টিমিটারের মত সেন্সর থাকবে। নয় দশমিক সাত মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটি শিগগিরই বাজারে আনতে পারে ব্ল্যাকবেরি।

মটোরোলার ‘মটো এক্স’!
অনলাইনে মুঠোফোনের তথ্য ফাঁসকারী ইভালিকসের টুইট থেকে জানা গেছে মটোরোলার তৈরি মটো এক্স স্মার্টফোনটিতে থাকবে এক দশমিক সাত গিগাহার্টজের ডুয়াল-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, দুই গিগাবাইট র্যাম সুবিধা। স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে ৭২০ পিক্সেল এবং এতে ১৬ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল মেমোরি থাকবে। স্মার্টফোনটির পেছনে ১০ মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। স্মার্টফোনটি হবে অ্যান্ড্রয়েড ৪.২.২ নির্ভর। ২৯ মে বুধবার অল থিংস ডিজিটাল সম্মেলনে মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড নতুন এই স্মার্টফোনের তথ্য নিশ্চিত করেছেন। উডসাইড এ প্রসঙ্গে বলেছেন, ‘মটো এক্স’ স্মার্টফোনটির জন্য শক্তি-সাশ্রয়ী সেন্সর ও শক্তিশালী প্রসেসর তৈরি করবেন মটোরোলার বিশেষজ্ঞরা।
উডসাইড আরও জানিয়েছেন, মটো এক্স স্মার্টফোনটি বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলোর তুলনায় আর বেশি ব্যবহার-বান্ধব ও ইন্টারেকটিভ হবে। এ স্মার্টফোনটির ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তথ্য জানাতে পারবে। গুগলের উন্নত সার্চ, নতুন প্রযুক্তির সেন্সর ব্যবহূত হবে এতে।
উডসাইড জানিয়েছেন, উন্নত প্রযুক্তির স্মার্টফোন হলেও ব্যবহারকারীর কথা মাথায় রেখে কম লাভে এ স্মার্টফোন বিক্রি করবে মটোরোলা।

সূত্রঃ প্রথম আলো


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>