উল্লুক ঐ ঝুলছে দেখো,
এদিক সেদিক দিচ্ছে দোল,
জটাধারী হনুমান এক,
বিকট স্বরে করছে গোল।
ওরাং ওটাং গাইছে যে গান,
ঠুমরি হাতে একসুরে,
শিম্পাঞ্জির মস্ত লাঠি,
বানরগুলো রয় ডরে।
গরিলা এক আসলো সেথায়,
শক্তিশালীর মন খারাপ,
ভ্রষ্টচারী বেবুন ফু দেয়,
ব্যবসা কাটায় মন্দা ভাব।
মুখ খারাপের হায়নাগুলো,
হেথায় এসে পান চিবায়,
বাতাসা আর খাজা কিনে,
সাপগুলোকে দেয় বিলায়।
মাজার ঘরে অজগর এক,
ময়লা গায়ে কয়েক স্তর,
গাঁজা চরস ধোঁয়ায় ভরা,
ভালুক, ভেড়ার গোয়াল ঘর।
বাজপাখীদের দৃষ্টি প্রখর,
মুরগা খুঁজে সর্বদাই,
শকুনগুলোও বেজায় খুশি,
চিড়িয়াকানা দেখেন সাঁই।