সকল ব্যবহারকরীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আমার বেশ কিছু ব্লগ আছে সেই সুবাদে সারাদিন নেটে থাকি। আমি বেশ কিছু দিন ধরে প্রজন্ম ফোরাম ভিজিট করছি। ফোরামের সুযোগ সুবিধাগুলো এবং ব্যবহারকারীদের বিভিন্ন লেখা দেখে আমি বাধ্য হলাম এই ফোরামে নিবন্ধিত হতে। এখন আমি একজন নিবন্ধিত ব্যবহারকারী। এখন চলুন আমার পরিচয় পর্বে।
নাম: আমার নাম হিমাদ্রি বিশ্বাস।
বয়স: ২৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: গ্রাডুয়েশন শেষ করলাম।
শখ: নতুন নতুন বই পড়া, ইন্টানেট ঘেটে ঘেটে নতুন কিছু খুজে বের করা, ব্লগিং করা, নতুন জায়গায় একা একা হাটা.................................
পাগলামি: গায়ে পরে পরের উপকার করা, বিনা কারনে পরের গালমন্দ খাওয়া(তারা বুঝতেই পারে না যে কাজটা আমি করি নাই), সারা রাত জেগে থাকা........................................
আমার সম্পর্কে আরও জানতে হলে দেখুন ABOUT-ME