শনি গ্রহের স্পেস প্রোব ক্যাসিনি গত শুক্রবার পৃথিবীর কিছু নতুন ছবি তুলেছে। বেশীর ভাগ সময় সুর্য দৃশ্যপটে থাকার কারনে শনি থেকে পৃথিবীর ছবি তোলা যায়না। বছর পরিক্রমায় সুর্য় পেছনে গেলেই পৃথিবীর ছবিতোলার সুযোগ হয়। যেমনটা হয়েছিল গত শুক্রবার (জুলাই ১৯)।
ঐদিন ক্যাসিনি ছিল প্রায় ৯০০ মিলওন মাইল দুরে। অত দুর থেকেও ছবিতে পৃথিবী এবং চাদ দুটোকেই পরিস্কার ভাবে দেখা যায়। পৃথিবী দেখা যায় ব্লু আর চাদ গ্রে ডট। আন্ত-গ্রাহিক (ইন্টারপ্লানেট) ছবি ভান্ডারে নিশ্বন্দেহে অনন্য সংযোজন।
এর আগেও ক্যাসিনি পৃথীবীর ছবি তুলেছিল তবে পৃথিবী এবং চাদ স্পস্ট ভাবে একই সাথে তোলা এটাই প্রথম।ক্যাসিনি উৎক্ষেপণ করা হয়েছিল ১৯৯৭ সালে, শনিতে গিয়ে পৌছে ২০০৪ এ। সেই ৯০দশকের ইকুইপম্যান্ট দিয়ে এরকম ছবি পাওয়া গেলে বর্তমান ইকুইপম্যান্ট না যেন কেমন ছবি পাওয়া যেত