Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

গুগল মটোরোলার তিনটি নতুন ড্রয়েড স্মার্টফোনের ঘোষণা

$
0
0

মটোরোলা মবিলিটি তাদের ড্রয়েড স্মার্টফোন সিরিজে নতুন তিনটি স্মার্টফোন সংযুক্ত করেছে। স্মার্টফোনগুলো হলো ড্রয়েড আল্ট্রা, ড্রয়েড ম্যাক্স ও ড্রয়েড মিনি।

ড্রয়েড আল্ট্রা ৫ ইঞ্চি পর্দা বিশিষ্ট, ২৯৪ পিক্সেল প্রতি ইঞ্চি ও ৭.২ মিমি. পুরু। ৪জি এলটিই ক্ষমতার এই স্মার্টফোনে আছে অ্যান্ড্রয়েড জেলী বিন ৪.২, ডুয়াল কোর ১.৭ গিগাহার্জ প্রসেসর, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি যা মেমোরি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়, ২ গিগাবাইট র্যাম ও ১০ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ বিশিষ্ট ক্যামেরা।জিএসএম অ্যারেনা লিঙ্ক এখানে

ড্রয়েড ম্যাক্স ৫ ইঞ্চির পর্দা সমৃদ্ধ ও ড্রয়েড ম্যাক্স এর চেয়ে ৯ শতাংশ বেশী চিকন। এতে আছে অ্যান্ড্রয়েড জেলী বিন ৪.২, ডুয়াল কোর ১.৭ গিগাহার্জ প্রসেসর, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি যা মেমোরি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়, ২ গিগাবাইট র্যাম ও ১০ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ বিশিষ্ট ক্যামেরা। এটি অনেকটিই ড্রয়েড আল্ট্রা এর মত, পার্থক্য শুধু ব্যাটারি লাইফে। ড্রয়েড আল্ট্রার সম্ভাব্য ব্যাটারী লাইফ ২৪ ঘন্টা, যেখানে ড্রয়েড ম্যাক্সের সম্ভাব্য ব্যাটারী লাইফ ৪৮ ঘন্টা। জিএসএম অ্যারেনা লিঙ্ক এখানে

ড্রয়েড মিনি ৪.৩ ইঞ্চির স্ক্রিন বিশিষ্ট ও মাত্র ১৩২ গ্রাম ওজনের, যাতে আছে অ্যান্ড্রয়েড জেলী বিন ৪.২, ডুয়াল কোর ১.৭ গিগাহার্জ প্রসেসর, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি যা মেমোরি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়, ২ গিগাবাইট র্যাম ও ১০ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ বিশিষ্ট ক্যামেরা। এর পাতলা আকার একে অন্যান্য ফোনের তুলনায় আকর্ষণীয় করে তুলেছে।জিএসএম অ্যারেনা লিঙ্ক এখানে

আমেরিকায় ভেরিজোন মোবাইল কোম্পানীর কন্ট্রাক্ট দিয়ে ফোনগুলো নিলে ড্রয়েড মিনির দাম পড়বে ৯৯ ডলার, ড্রয়েড আল্ট্রার ১৯৯ ডলার ও ড্রয়েড ম্যাক্সের ২৯৯ ডলার, তবে এগুলোর খুচরা মূল্য কত পড়বে তা এখনো নির্ধারণ করা হয়নি।

নতুন এই স্মার্টফোনগুলোর বৈশিষ্ঠ্যের মধ্যে রয়েছে ২৪ শতাংশ দ্রুততর প্রসেসর, দ্বিগুন গতিসম্পন্ন গ্রাফিক্স প্রসেসর ও দ্বিগুন পরিমাণ র্যাম। এছাড়াও এক্স-৮ নামে নতুন ধরণের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই সকল ফোনগুলোতে। আরো চমকপ্রদ হল এই যে, ফোনগুলোতে কন্ঠস্বর দ্বারা আদেশ দেয়ার জন্য সর্বোচ্চ সুবিধা প্রদান করা হয়েছে।

এ তিনটি ফোন ছাড়াও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মটোরোলার বহুল প্রতীক্ষিত মটো-এক্স ফোনের ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সুত্র থেকে জানা গেছে।



<এ খবরটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে https://www.projukti24.com এ>


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>