Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

বাংলাদেশেও সমকামী বিয়ে!

$
0
0

তিমতো বিস্ময়কর। সমলিঙ্গের বিয়ে বাকি থাকল না বাংলাদেশেও। পিরোজপুর জেলার দুই তরুণী। প্রেমের টানে ঘরছাড়া। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে মালাবদল। তবে উদ্বিগ্ন অভিভাবকদের অভিযোগ দায়ের। অবশেষে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার। র্যাব-২ দুজনই অকপটে স্বীকার করলেন নিজেদের প্রেম ও পরিণয়ের কথা।

র্যাব সূত্র জানায়, শ্রাবন্তী রায় পূজা (১৬) ও মোছাম্মৎ সানজিদা আক্তারের (২১) পরিচয়ের সূত্রপাত মুঠোফোনে। দিনে দিনে তাদের সখ্য রূপ নেয় প্রেমে। গত ১৪ জুলাই ঘর ছেড়ে পিরোজপুর থেকে ঢাকায় চলে আসেন দুজন। মোহাম্মদপুরের মোহম্মদীয়া হাউজিংয়ের ৫ নম্বর রোডের ১১ নম্বর ভাড়া বাসায় উঠেন। শ্রাবন্তী রায় পূজার বাবা কৃষ্ণকান্তি শীল মেয়েকে না পেয়ে গত ২০ জুলাই পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই তাদের দুজনকে র্যাব কার্যালয়ে নিয়ে এসে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে লে. সাজ্জাদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, সানজিদা পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের এবং পূজা স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। সানজিদা পূজার গৃহশিক্ষক ছিল। সমলিঙ্গের বিয়ের ব্যাপারে ধর্মীয় কিংবা আইনগত বৈধতা না থাকায় তারা নিজেরাই বিয়ে করে বলে স্বীকার করেছে। তিনি আরও জানান, সানজিদার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায় ও পূজার বাড়ি পিরোজপুর সদর থানার কুমুড়িয়েশ
http://www.bd-pratidin.com/2013/07/24/7302


দিপু মনির ইচ্ছা তাহলে কি পূর্ণ হবে?


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>