আঁধারে রইতে পারি না
................কাজী ফাতেমা ছবি
=========∞=========
আলো নিভিয়ে সবাই ঘুমায়
নিশ্চিন্তে নিদ্রায় পার নিশিত
আর আমি আলো জ্বালিয়ে,
নিদ্রায় নিশিত যাপন করি।
নিকষ কালোয় আমার ঘুম আসে না
অথচ! আলোকিত ঘরে ওদের ঘুম আসে না,
রাত জুড়ে এপাশ, ওপাশ
অস্বস্তিকর রাত পার।
আলোয় শুয়ে আমি স্বপ্নে চলে যাই
চারপাশ ঝলকানো আলোর পৃথিবীতে।
আমি আলো ছুঁই
আলো আমার গায়ে মাখি আর
এরা আঁধারের সাথে গড়ে সখ্যতা।
আমি বড় স্বার্থপর
আমি শুধু আলো ভালবাসি,
আলোর অপর পিঠ আঁধার
যেখানে নিশ্চিত ঠাঁই
নিকষ কালো আঁধারে,
হিম শীতল ঠান্ডায়
সাপ বিচ্ছু, পোকা মাকড়ের বাসস্থানে
সহাবস্থান একসাথে অনন্তকাল ধরে।
সেই আমি ভালোবাসি শুধু আলো!!!
ধিক্কার আমাকে আমি জানাই।
শুধু আলো নয় মন,
আঁধারের সাথেও গড়ো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
ইমেট নেট কালেকটেড