Quantcast
Channel: প্রজন্ম ফোরাম
Viewing all articles
Browse latest Browse all 15150

শেখ হাসিনা যখন রান্নাঘরে

$
0
0

http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2013/07/27/hasina.jpg/ALTERNATES/w620/hasina.jpg


একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে নিজহাতে পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ের জন্মদিন শনিবার। এবারের জন্মদিন মায়ের সরকারি গণভবনে ঘরোয়া পরিবেশে উদযাপন করছেন তিনি।

জয়ের ফেইসবুক পাতায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তোলা একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী রান্নাঘরে রান্না করছেন। তিনি একহাতে কাঠের খুন্তি দিয়ে একটি পাতিলে মাংস নাড়ছেন, অন্যহাতে ওই পাতিলের আরেকটি অংশ ধরে রেখেছেন।

সাদা শাড়ির ওপর একটি রান্নার অ্যাপ্রোন গায়ে জড়ানো প্রধানমন্ত্রী খোঁপা করা চুল আটকে রেখেছেন দুটি ক্লিপ দিয়ে।

ছবির ক্যাপশনে জয় লিখেছেন, “প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ-পোলাও রান্না করছেন। আমি যত পোলাও খেয়েছি, তার রান্নাই সবচেয়ে সেরা।”

মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে এবং বোন সায়মা হোসেন পুতুলের সঙ্গে ৪২তম জন্মদিন পালন করছেন জয়।

http://bangla.bdnews24.com/bangladesh/a … 161.bdnews

শেখ হাসিনা ইউ রক।  clap


Viewing all articles
Browse latest Browse all 15150

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>