আসলে আমি ভালো ছবি তুলতে পারি না । এডিট তো দূরের কথা । কিন্তু তবুও একটু চেষ্টা করে দেখলাম । আপনাদের মন জয় করা যায় কিনা ।
যাই হোক আসল কথা আমি দিনের বেশির ভাগ সময় এখানে থাকি । বলতে গেলে দিনের ৪/৫ ভাগ সময় এখানেই থাকি । তাই বিভিন্ন ভাবে পিক গুলা তুলে এডিট মারার চেষ্টা আরকি
১। আমি বইসা বইসা কাজ করতেসি( আসল কথা পিক এর জন্য ভাব মারতেসি )
২। এইডা আমার সামনে রাখসি । যাতে মনে রাখতে পারি সময় কারো জন্য অপেক্ষা করে না
৩। ল্যাপ্টপ এর কিবোর্ড থেইক্কা আমার পিসি এর মনিটোর
৪।বই গুলা পড়া শেষ । কিন্তু টেবিলে সাজিয়ে রাখসি
৫। পুরা ডেস্কটা । বহুট ঘাটাঘাটি কইরা । এই ডিজাইন বাহির কইরা তারপর বানাসি ডেস্কটা । আরো মজার ব্যাপার আমার মাত্র ৪ হাজার টাকা লাগসে এইটা বানাইতে । আর যদি অটবি দিয়া কিনতাম খবর আছিল
৬। সেইম পিক । খালী অন্য রকম এডিট আরকি