চারিদিকে রব ,
এসেছে ভ্যালেন্টাইন,
কাম অন বেবি কিসস মি , হাগ মি
অ্যান্ড টেল মি ইউ আর জাস্ট মাইন, মাইন অ্যান্ড মাইন!
হাল্কা বিয়ার , ডান্স ফ্লোর ,
আর আছে যত শহুরে নাইট ক্লাব
অন্ধকার ঘরে তুমি আর আমি ,
মিটি মিটি হাসে দেখ , একান্ত ওই টুনি বাল্ব!
চোখে প্রেম , হাতে হাত
ঘনিষ্ট যত দেহাবয়ব !
নেশা ক্লিষ্ট , নীলচে হৃদয় ,
প্রেমের আগুনে সবি যেন আজ
ঘোরতর তন্ময় !
কিন্তু বন্ধু চেয়ে দেখ একবার
দেখ একটি বার চেয়ে ,
ক্ষুদিত হৃদয় যত , পাষাণ পুরী আজ
অনাহারে জর্জরিত, আসছে অশণী হয়ে ধেয়ে!
ছেঁড়া জামা , শত ছিন্ন জিন্স , আর আঁকিবুঁকি যত চোখে-মুখে,
কেউ করে কষ্টে , আর কেউ ? আবার শুধুমাত্র শখে !
প্রেম প্রেম খেলা খেলে ,
কেউ পায় ভ্যালেন্টিন গিফট !
আর কেউ , দিবারাত্র মাথার ঘাম পায়ে ফেলেও
হয়ে যায় , জীবন থেকে চিরতরে শিফট !
(অনাহারে )
কি হবে? , সাত্যি কি বা হবে ?
এই , অন্তঃসারশুন্য
বিবেকবর্জিত
নির্লজ্জ কিছু খেলা ভাঙ্গার খেলা জিতে?
বলতে পার ??